মধ্যশিক্ষা পর্ষদ (Madyasikkha Parsad) প্রতিবছরই ঠিক করে দেয় যে একটি বছরে কোন কোন দিন ছুটি থাকবে একটি স্কুলে। সেইমতো মধ্যশিক্ষা পর্ষদের তরফে প্রকাশিত হয় ছুটির তালিকা(Holiday List)। এই তালিকা মেনেই ছুটি দেওয়া হয় প্রতিটি সরকারি স্কুল এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে। তবে এর পরেও আবহাওয়া বা অনিবার্য কারণবশত সরকারের তরফে ছুটি ঘোষণা হতে পারে। (School Holidays)
বর্তমানে চলছে জুন মাস। জুন থেকে ডিসেম্বর (June to December) পর্যন্ত ঠিক কোন কোন দিন স্কুল ছুটি থাকছে এবং পুজোর ছুটিই বা কদিন দেওয়া হবে সেসব বিষয়ে বিস্তারিত জানানো হল আজকের এই প্রতিবেদনে(Article) । দেখে নিন বিস্তারে।
২৯ জুন (বৃহস্পতিবার) : বকরি ঈদের ছুটি
৩০ জুন (শুক্রবার) : আদিবাসী সম্প্রদায়ের ‘হুল দিবস’ উপলক্ষে ছুটি
২৯ জুলাই (শনিবার) : মহরমের ছুটি
১৫ অগাস্ট (মঙ্গলবার) : স্বাধীনতা দিবস (স্কুলে পালন করতে হবে)
৩০ অগাস্ট (বুধবার) : রাখী পূর্ণিমার ছুটি
৬ সেপ্টেম্বর (বুধবার) : জন্মাষ্টমীর ছুটি
২৯ সেপ্টেম্বর (শুক্রবার) : ফতোয়া-দোয়াজ-দাহামের ছুটি
২ অক্টোবর (সোমবার) :গান্ধী জয়ন্তীর ছুটি
১৪ অক্টোবর থেকে ১৬ নভেম্বর (চতুর্থী থেকে ভাইফোঁটা) : পুজোর ছুটি
১৫ নভেম্বর (বুধবার) : বিরসা মুন্ডার জন্মদিবস (যা পুজোর ছুটির মধ্যে অন্তর্ভুক্ত থাকছে)
১৯ নভেম্বর (রবিবার) : ছটপুজো
২০ নভেম্বর (সোমবার) : ছটপুজোর ছুটি (ছট পুজো রবিবার পড়ায় অতিরিক্ত একদিনের ছুটি দেবে সরকার)। ২৭ নভেম্বর (সোমবার) : গুরু নানকের জন্মজয়ন্তীর ছুটি। ২৫ ডিসেম্বর (সোমবার) : বড়দিনের ছুটি।
এছাড়া ১৩ জুলাই বৃহস্পতিবার শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং জেলার (Darjeeling and Kalimbong) স্কুলগুলিতে ছুটি থাকবে কবি ভানুভক্তের জন্মদিবস উপলক্ষে। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে যে কোনো প্রয়োজনে বা অনিবার্য কারণবশত এই ছুটির তালিকা পরিবর্তিত হতে পারে আবার নতুন কোনো ছুটির সংযোজনও হতে পারে। সেক্ষেত্রে রাজ্য সরকারের (State Government) তরফে সে বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।
-Written by Riya Ghosh