কলকাতা হাইকোর্টের নির্দেশে বন সহায়ক পদে নিয়োগের আবেদন শুরু করেছে রাজ্য সরকার। প্রায় ২০০০ শূন্যপদে তিন বছরের চুক্তির ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোন স্থায়ী বাসিন্দা অষ্টম শ্রেণী পাশ হলেই বন সহায়ক পদের জন্য আবেদন করতে পারবেন।
বন সহায়ক পদে আবেদনের শেষ তারিখ ছিল ২৬ মে, ২০২৩ – শুক্রবার। বিকেল ৫:৩০ পর্যন্ত আবেদন পত্র জমা নেবার কথা ছিল। তবে এখনো পর্যন্ত বহু চাকরিপ্রার্থীরা তাদের আবেদন পত্র জমা করতে পারেননি। তাদের কথা মাথায় রেখেই রাজ্য সরকারের পক্ষ থেকে বন সহায়ক (Bana Sahayak Recruitment) পদে আবেদনের সময়সীমা বাড়িয়ে দেওয়া হলো।
সম্প্রতি রাজ্যের তরফ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে যে আগামী 29শে মে, 2023 তারিখ পর্যন্ত বন সহায়ক পদে আবেদন জানাতে পারবেন চাকরি প্রার্থীরা।
বন সহায়ক পদে আবেদনের ন্যূনতম যোগ্যতা হলো অষ্টম শ্রেণী পাশ। ১৮ থেকে ৪০ বছর বয়সের মধ্যে যেকোনো প্রার্থীরা আবেদন করতে পারবেন। ছেলেদের সাথে সাথে মেয়েরাও শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে করতে হবে।
রাজ্যের বন ও বন্যপ্রাণীদের সুরক্ষার জন্য বনদপ্তরে নিয়োগ করা হয়। তবে বনদপ্তরে নিয়োগ প্রক্রিয়া বহুদিন ধরে বন্ধ আছে। এজন্য বন সহায়ক পদের মাধ্যমে সেই শূন্যপদ গুলি পূরণ করার চেষ্টা করছে রাজ্য সরকার। এর আগে বন সহায়ক পদে নিয়োগের ওপর প্রশ্ন ওঠে এবং হাইকোর্টের পক্ষ থেকে সেই প্যানেল বাতিল করে নতুন প্যানেল তৈরি করা নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে, আগামী দুই মাসের মধ্যে বন সহায়ক পদের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। সেই অনুযায়ী কাজ করে চলেছে রাজ্য সরকার।