রাজ্যে চাকরি করতে ইচ্ছুক? তাহলে আপনার জন্য রয়েছে একটি সুখবর। পশ্চিমবঙ্গের ভূমি দপ্তরে সমস্ত রেকর্ড ডিজিটাইজড (Record Digitized) করার জন্য কর্মী নিয়োগের (Employee Recruitment) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সম্পূর্ণ চুক্তিভিত্তিক এই নিয়োগের বিষয়ে বিস্তারিত জানতে হলে প্রতিবেদনটি পড়ুন ভালোভাবে। (Land Record and Survey Department Recruitment)
নোটিশ নম্বর:
120/139/Comp/2023
নোটিশ প্রকাশের তারিখ:
26/07/2023
1. পদের নাম:
Software Developer (SD)
শূন্যপদ:
এখানে 2 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা:
এই পদে আবেদনে ইচ্ছুক প্রার্থীদের IT / Computer Science এ MCA/M.Sc/M.Tech ডিগ্রি থাকতে হবে।
বেতনক্রম:
এখানে নিযুক্ত প্রার্থীকে প্রতি মাসে 33,000 টাকা করে বেতন দেওয়া হবে।
2. পদের নাম:
Senior Software Developer (SSD)
শূন্যপদ:
1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা:
i) যেসব প্রার্থীর IT / Computer Science এ MCA/M.Sc/M.Tech ডিগ্রি আছে, শুধুমাত্র তাঁরাই আবেদন করতে পারবেন।
ii) এছাড়াও সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে অন্তত 5 বছরের অভিজ্ঞতাও (Experience) থাকতে হবে।
বেতনক্রম:
নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে 40,000 টাকা করে বেতন পাবেন।
3. পদের নাম:
Software Support Personnel (SSP)
শূন্যপদ:
এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা:
আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Computer Science এ BCA/B.Sc ডিগ্রি অথবা তিন বছরের DOEACC A সার্টিফিকেট কোর্স (Certificate Course) করে থাকতে হবে।
বেতনক্রম:
এখানে নিযুক্ত প্রার্থীকে প্রতি মাসে 21,000 টাকা করে বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি:
সরাসরি ইন্টারভিউয়ের (Direct Interview) মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীকে।
কাজের মেয়াদ:
এক বছরের জন্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি:
i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Only Online)।
ii) এর জন্য প্রথমে ওয়েবসাইটে (Website) গিয়ে নিজেদের নাম রেজিস্টার (Name Register) করতে হবে প্রার্থীদের।
iii) এরপরে প্রার্থীকে নিজের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ (Form Fillup) করতে হবে।
iv) সবশেষে আবেদন পত্রটি সাবমিট (Submit) করতে হবে।
আবেদনের শেষ তারিখ:
আবেদন করা যাবে 21/08/2023 তারিখের বিকেল 4 টে অবধি।
এই নিয়োগের বিষয়ে আরো বিস্তারিত তথ্যের জন্য সংস্থার ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh