রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য খুব শীঘ্রই একটি বড় সুখবর আসতে চলেছে। কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের(KP) প্রায় ১২,০০০ শূন্যপদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি(Kolkata Police Recruitment 2023 Notice) প্রকাশিত হবার সম্ভাবনা রয়েছে। যা নিঃসন্দেহে চাকরিপ্রার্থীদের জন্য একটি খুশির খবর।
বর্তমানে কলকাতা পুলিশের অনুমোদিত পদের সংখ্যা প্রায় ৩৫৬০৯ টি। তার মধ্যে বর্তমানে ২৩ হাজার ২৬৪ জন কলকাতা পুলিশের(Kolkata Police) বিভিন্ন পদে কর্মরত রয়েছেন। কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Bandopadhyay) নবান্নর একটি বৈঠকে কলকাতা পুলিশের বিভিন্ন শূন্যপদে নিয়োগের নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আগামী তিন মাসের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হতে পারে। খুব শীঘ্রই ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের(West Bengal Police Recruitment Board) পক্ষ থেকে এই বিপুল সংখ্যক শূন্যপদ পূরণের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
বর্তমানে কলকাতা পুলিশে প্রায় 12000 শুন্যপদ রয়েছে। বিভিন্ন পদ অনুযায়ী ভ্যাকেন্সি গুলি নিচে দেওয়া হল।
ইনসপেক্টর-593 টি
সার্জেন্ট-592 টি
কনস্টেবল-8,656 টি
অন্যান্য-2,500 টি
মোট-12,341টি