HomeJob updatesকলকাতা পুলিশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। ৪১২টি শূন্যপদে নিয়োগ করা হবে। জানুন...

কলকাতা পুলিশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। ৪১২টি শূন্যপদে নিয়োগ করা হবে। জানুন বিস্তারিত।

কলকাতা পুলিশের তরফে অস্থায়ী ভাবে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্প্রতি। চুক্তিভিত্তিক এই কাজের জন্য শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই(Only Male Candidates) আবেদন করতে পারবেন। ভারতীয় যেকোনো পুরুষ প্রার্থী তথা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা যেকোনো পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন এই পদের জন্য। নিয়োগ করা হবে প্রচুর সংখ্যক শূন্যপদে। আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে জেনে নিন বিস্তারিত। (Kolkata Police Recruitment 2023)

পদের নাম:

Driver/Police Driver

শূন্যপদ:

৪১২টি।

বয়সসীমা:

প্রার্থীদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

কাজের সময়সীমা:

প্রাথমিক ভাবে চুক্তির ভিত্তিতে এক বছরের জন্য প্রার্থীদের নিয়োগ করা হলেও পরবর্তীকালে কাজের ভিত্তিতে এই মেয়াদ বাড়তে পারে।

মাসিক বেতন:

নিযুক্ত প্রার্থীদের মাসিক ১৩,৫০০ টাকা করে বেতন হিসেবে দেওয়া হবে।

আবশ্যিক যোগ্যতা:

i) আবেদনকারী প্রার্থীদের যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী উত্তীর্ণ (8th Passed) হতে হবে।
ii) প্রার্থীদের যেকোনো সরকারি/ আধা-সরকারি প্রতিষ্ঠান বা রেজিস্ট্রার্ড প্রাইভেট লিমিটেড কোম্পানিতে (Govt/Half-govt/Registered Private Limited Company) ন্যূনতম তিন বছরের ড্রাইভিংয়ের অভিজ্ঞতা (Experience about Driving) সম্পন্ন হতে হবে।
iii) কলকাতা পুলিশের অধীনস্থ এলাকার বাসিন্দা হয়ে থাকলে প্রার্থী নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
ii) এছাড়াও প্রার্থীর Transport Licence থাকা আবশ্যিক।

See also  নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, জানুন বিস্তারিত।

আবেদন প্রক্রিয়া:

প্রার্থীদের আলাদা করে কোনো আবেদন করতে হবে না।

নিয়োগ প্রক্রিয়া:

সরাসরি ইন্টারভিউয়ের (Direct Interview) মাধ্যমে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীদের।
ইন্টারভিউয়ের দিন প্রার্থীদের নিজের সমস্ত জরুরি তথ্য সমেত নির্দিষ্ট স্থানে উপস্থিত হতে হবে।

Interview নেওয়ার তারিখ ও স্থান:

এই বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে হলে ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular