HomeNewsKolkata Book Fair 2023: এবারের বইমেলা সবচেয়ে বড়! কেন জানেন? ৯০০টি স্টল...

Kolkata Book Fair 2023: এবারের বইমেলা সবচেয়ে বড়! কেন জানেন? ৯০০টি স্টল সহ আরও কিছু

প্রতিবছর এর শুরুতে কলকাতায় অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক বইমেলা (Kolkata International Book Fair)। দেশ বিদেশ থেকে বহু মানুষ এই মেলায় আসেন। কেউবা বই কিনতে আসেন কেউ বা স্টল দিতে। বাংলাদেশ জাপান ভুটান বিভিন্ন দেশ থেকে সেলার রা আসেন তাদের স্টল নিয়ে। মহাসাড়ম্বরে একটি বড় অনুষ্ঠানের মত বইমেলা অনুষ্ঠিত হয়।

এবছর কলকাতা বইমেলায় থাকছেনল ৯০০ টি স্টল। এতগুলো স্টল নিয়ে বইমেলা এই বছর প্রথম হতে চলেছে। এর আগে এত সংখ্যক স্টল বইমেলাতে কোনদিন দেখা যায়নি। আগামী ৩০ জানুয়ারি বইমেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। ৩১ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। বইমেলার এবারের থিম স্পেন।

কলকাতা আন্তর্জাতিক বইমেলা এবার ৪৬ তম বর্ষে পদার্পণ করতে চলেছে। এবারে বইমেলায় থাকছে মোট ৯০০টি স্টল। লিটিল ম্যাগাজিনের জন্য থাকছে ২০০ টি স্টল। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এবারে প্রথমবারের মতো অংশগ্রহণ করছে থাইল্যান্ড।

এবছর বইমেলায় বইপ্রেমীদের জন্য থাকছে একটি বাম্পার লটারি জেতার সুযোগ। পাবলিশার্স এবং বুক সেলার গিল্ড এর পক্ষ থেকে বইপ্রেমীদের জন্য বুক লাইব্রেরী জেতার ও সুযোগ করে দেওয়া হচ্ছে।

See also  দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

এর আগেও বিভিন্ন বছরে বইপ্রেমীরা অনেক দামী দামী উপহার পেয়েছেন বইমেলা থেকে। এই দামি উপহার গুলির মধ্যে বড় গাড়িও ছিল।

প্রতিবছর বইমেলায় রেকর্ড সংখ্যক ভিড় হয়। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জড়ো হন বইমেলায়। কয়েক লক্ষ বই বিক্রি হয় প্রত্যেক বছর। এবারের বইমেলা হতে চলেছে আরও চমকপ্রদ এবং বইপ্রেমীদের জন্য বইমেলা শুরু হতে আর মাত্র কিছুদিনের অপেক্ষা।

RELATED ARTICLES

Most Popular