HomeJob updatesমাসিক বেতন ২৬,০০০ টাকা! কলকাতা পৌরসভায় কর্মী নিয়োগ, জানুন বিস্তারিত।

মাসিক বেতন ২৬,০০০ টাকা! কলকাতা পৌরসভায় কর্মী নিয়োগ, জানুন বিস্তারিত।

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কলকাতা পৌরসভা (Kolkata Municipality) অর্থাৎ পশ্চিমবঙ্গের বৃহৎ প্রশাসনিক পৌরসভাতে সম্প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক (Indian Citizen) অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার বাসিন্দা হলেই এই পদের চাকরির জন্য আবেদন করতে পারবেন প্রার্থীরা। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মোট শূন্যপদ ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনে। (KMC Recruitment)

Employment No.:

06-/Kolkata City NUHM Society

পদের নাম:

Accountant

মোট শূন্যপদ:

১৭ টি। (UR- ৯ টি, SC- ৪ টি, ST- ১ টি, OBC- ৩ টি।)

শিক্ষাগত যোগ্যতা:

i) আবেদনে ইচ্ছুক প্রার্থীদের আবেদন করার জন্য যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাণিজ্য বিভাগের (Commerce Department) যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রী (Graduation Degree) অর্জন করে থাকতে হবে।
ii) প্রার্থীদের যেকোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Computer Application বিষয়ে Diploma Degree অথবা সংশ্লিষ্ট সার্টিফিকেট (Certificate) থাকলে আবেদন করতে পারবেন।
iii) এছাড়াও প্রার্থীর কারিগরি শিক্ষার অভিজ্ঞতা (Experience) হিসাবে Microsoft Office Package এবং Tally Software এ কাজ করার অভিজ্ঞতা (Experience) থাকতে হবে।

See also  নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, জানুন বিস্তারিত।

মাসিক বেতন:

২৬,০০০/- টাকা

বয়সসীমা:

i) আবেদনকারীদের বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
ii) সংরক্ষিত শ্রেণীর (Reserved Category) চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি:

i) আবেদন করা যাবে শুধুমাত্র অফলাইনে(Offline)।
ii) আবেদনের জন্য প্রার্থীকে একটি মুখবন্ধ খামে নিজের সাম্প্রতিক বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, সচিত্র নাগরিক পরিচয় পত্র ইত্যাদি গুরুত্বপূর্ণ নথিপত্রগুলি একত্রিত করে সংশ্লিষ্ট দপ্তরের নির্দিষ্ট ড্রপবক্সে (Dropbox) জমা করতে হবে।

আবেদনপত্র জমা করার ঠিকানা:

Chief Municipal Health Officer/Secretary,
Kolkata City NUHM Society,
CMO Bldg, 5, S.N. Banerjee Road,
Kolkata — 700013

নিয়োগ পদ্ধতি:

i) Academic Qualification
ii) Computer Test
iii) Interview
এই তিনটি পদ্ধতির মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে।

আবেদন শুরু:

০১/০৯/২০২৩ তারিখ থেকে সকল সোমবার-শুক্রবার অবধি সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত এবং শনিবার দুপুর ২টা পর্যন্ত।

আবেদন শেষ:

০৯/০৯/২০২৩ তারিখ পর্যন্ত।

এই নিয়োগের বিষয়ে আরো জানতে হলে Municipality এর Website এ যেতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

See also  হলদিয়া শিল্পাঞ্চল অঞ্চলের ইন্ডিয়ান ওয়েলের পক্ষ থেকে প্রকাশিত হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, জানুন বিস্তারিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular