HomeJob updatesকাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন বিস্তারিত।

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন বিস্তারিত।

সম্প্রতি কর্মী নিয়োগের (Employee Recruitment) কথা জানিয়ে আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের (Kazi Nazrul University) তরফে প্রকাশিত হলো বিজ্ঞপ্তি। দু’টি বিভাগে শিক্ষকতার কথা ঘোষণা করে প্রকাশিত হলো দুটি পৃথক বিজ্ঞপ্তি। চুক্তিভিত্তিক এই নিয়োগের বিষয়ে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে। (Kazi Nazrul University Teacher Recruitment 2023)

বিশ্ববিদ্যালয়ের কোন কোন বিভাগের জন্য শিক্ষক নিয়োগ করা হবে?

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি এবং সংস্কৃত বিভাগে (English and Sanskrit Department) শিক্ষক নিয়োগ করা হবে।

দুটি বিভাগ মিলিয়ে শূন্যপদের সংখ্যা কত?

i) দুটি বিভাগ মিলিয়ে মোট তিনটি শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে।
ii) এ ছাড়াও সংস্কৃত বিভাগে (Sanskrit Department) দু’টি শূন্যপদে Guest Teacher হিসেবে নিয়োগ করা হবে।

কাজের সময়সীমা:

প্রাথমিকভাবে কাজের মেয়াদ থাকবে এক বছর এবং পরে এই মেয়াদ প্রয়োজন অনুযায়ী বাড়ানোও হতে পারে।

বয়সসীমা:

নির্দিষ্টভাবে বিজ্ঞপ্তিতে এই বিষয়ে কিছু জানানো হয়নি।

আবশ্যিক যোগ্যতা:

i) উভয় বিভাগের পদের ক্ষেত্রেই আবেদনকারীকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তরে (Post Graduation) ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে।
ii) এ ছাড়াও প্রার্থীর NET/SET পরীক্ষার Certificate ও থাকতে হবে।
iii) সংশ্লিষ্ট বিষয়ে প্রার্থীরা যদি M.Phil বা PhD ডিগ্রীপ্রাপ্ত হন, তবে তিনি নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

See also  দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

নিয়োগ প্রক্রিয়া:

সরাসরি ইন্টারভিউয়ের (Direct Interview) মাধ্যমে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীদের।

Interview নেওয়ার তারিখ, সময় এবং স্থান:

আগামী ২৯ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউ নেওয়া হবে।
Interview এর দিন প্রার্থীদের সমস্ত নথি নিয়ে নির্দিষ্ট স্থানে উপস্থিত হতে হবে।

নিয়োগের বিষয়ে অন্যান্য তথ্য জানার জন্য প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (Website of University) দেখতে হবে।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular