HomeJob updatesরাজ্যের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে চাকরি, আবেদন চলছে

রাজ্যের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে চাকরি, আবেদন চলছে

পশ্চিম বর্ধমান জেলার কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের তরফে Kazi Nazrul University Recruitment 2023 Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে গেস্ট ফ্যাকালটি পদে নিয়োগ করা হবে।

Kazi Nazrul University Asansol Recruitment 2023 -এ আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। সরাসরি অফিশিয়াল ই-মেইলের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। আবেদন করার জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না।

Kazi Nazrul University Job Vacancy 2023 -এ আবেদনের আবশ্যিক যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।

পদের নাম-

Guest Faculty

মোট শূন্যপদ-

এখানে 01 টি শূন্যপদ আছে।

মাসিক বেতন-

প্রতি মাসে 24,000/- টাকা বেতন দেওয়া হবে।

আবেদন শুরু- 29/01/2023

আবেদন শেষ- 08/02/2023

বয়সসীমা-

এই বিষয়ে অফিশিয়াল নোটিশে কিছু জানানো হয়নি।

See also  7th পে কমিশন অনুযায়ী বাড়বে কেন্দ্রের কর্মচারীদের বেসিক পে, বড় ঘোষণা কেন্দ্রের।

আবশ্যিক যোগ্যতা-

  • আবেদনকারীকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক এবং পিএইচডি করা থাকতে হবে।
  • ডেটা সায়েন্সের সঙ্গে সম্পর্ক যুক্ত বিষয়ে নলেজ থাকতে হবে।
  • কমপক্ষে 02 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

নিয়োগ পদ্ধতি-

এই বিষয়ে অফিশিয়াল নোটিশে কিছু জানানো হয়নি।

আবেদন মূল্য-

উক্ত পদে আবেদনের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না।

আবেদন পদ্ধতি-

  • আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
  • অফিশিয়াল ই-মেইলের মাধ্যমে আবেদন করতে হবে।
  • নীচের লিঙ্ক থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।
  • সঠিক তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে।
  • নোটিশে উল্লেখিত ডকুমেন্টসগুলি যোগ করতে হবে।
  • নির্দিষ্ট সময়ের মধ্যে ইমেইলের মাধ্যমে পাঠাতে হবে।
  • আবেদনপত্র পাঠানোর ই-মেইলঃ registrar@knu.ac.in and cc to hod.computerscience@knu.ac.in
  • আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।
  • অনলাইনে আবেদন করার শেষ তারিখ 08/02/2023

Important Links

Official Notification: Download Now
Official Website: Click Here

RELATED ARTICLES

Most Popular