HomeJob updatesঅধ্যাপনার সুবর্ণ সুযোগ কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে, জানুন বিস্তারিত।

অধ্যাপনার সুবর্ণ সুযোগ কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে, জানুন বিস্তারিত।

যাঁরা ভবিষ্যতে অধ্যাপনা করতে চান তাঁদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করার সুযোগের কথা জানিয়ে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। প্রধানত দুই পদে হবে এই চুক্তিভিত্তিক (Contractual) নিয়োগ। কোন পদে আর কোন বিভাগে নিয়োগ হবে আর আবেদন পদ্ধতিই বা কি তার সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।

বিভাগের নাম:

বিশ্ববিদ্যালয়ের Computer Science Department এর জন্য করা হবে এই নিয়োগ।

পদের নাম:

  • i) Assistant Professor
  • ii) Guest Faculty

কোন বিষয় পড়ানোর জন্য করা হবে নিয়োগ?

আগামী ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ‘Even Semester’-এ পড়ানোর জন্য করা হবে এই নিয়োগ।

শূন্যপদের সংখ্যা:

সব মিলিয়ে মোট ৯টি শূন্যপদ রয়েছে।

বয়সসীমা:

এই প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি।

মাসিক বেতন:

আলোচনাসাপেক্ষ।

আবশ্যিক যোগ্যতা:

  • i) আবেদনে ইচ্ছুক প্রার্থীদের Mathematics/Statistics/IT/Computer Science এ M.Sc ডিগ্রী সম্পন্ন হতে হবে।
  • ii) প্রার্থীদের NET/SET পরীক্ষার উত্তীর্ণ হবার শংসাপত্র (Certificate) থাকা আবশ্যিক।
  • iii) অন্যান্য যোগ্যতা বিষয়ে জানতে হলে বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
See also  নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, জানুন বিস্তারিত।

আবেদন প্রক্রিয়া:

  • i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
  • ii) আবেদনের জন্য প্রার্থীদের বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম্যাটে (Dormar) দেওয়া আবেদনপত্র পূরণ করে আবেদনপত্রসহ অন্যান্য নথি (Documents) বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে (Mail Id) পাঠিয়ে দিতে হবে।

আবেদনের শেষ দিন:

আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

নিয়োগ সংক্রান্ত বিভিন্ন শর্তাবলি বিস্তারিত জানার জন্য আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (Website) দেখে নিতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular