HomeEducation NewsKalyani University Admission: কল্যানী বিশ্ববিদ্যালয়ে Open & Distance লার্নিং-এ পড়তে চান? জানুন...

Kalyani University Admission: কল্যানী বিশ্ববিদ্যালয়ে Open & Distance লার্নিং-এ পড়তে চান? জানুন বিস্তারিত।

পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম একটি হলো কল্যাণী ইউনিভার্সিটি। রাজ্যের বহু ছাত্রছাত্রী দুর দুরন্ত থেকে এই বিশ্বদ্যালয়ে অনেক বিষয়ে কোর্স করতে পড়াশোনা করেন।

সম্প্রতি Kalyani University এর Open and Distance Learning বিভাগে Post Graduate স্তরে ভর্তি শুরু হয়েছে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এই বিষয়ে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে সম্প্রতি।

কিভাবে আবেদন করবেন?

অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। https://admissiondodl.klyuniv.ac.in ওয়েবসাইটে গিয়ে এ গিয়ে আবেদন করতে পারবেন প্রার্থীরা।

ভর্তির সময়সীমা:

যে সমস্ত প্রার্থীরা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এই বিভাগে ভর্তির জন্য আবেদন জানাতে ইচ্ছুক, তারা আগামী ২৪ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

যোগ্যতা:

যে সমস্ত প্রার্থীরা আর্টস এবং সায়েন্স বিভাগে আবেদন করতে চান, তাদেরকে সংশ্লিষ্ট বিভাগে অনার্স বা স্পেশাল অনার্স থাকতে হবে।

জেনারেল গ্রাজুয়েটদের সংশ্লিষ্ট বিষয়ে পাঁচ নম্বর থাকতে হবে এবং মোট অন্তত ১৫০ নম্বর থাকতে হবে।

কোর্সের সময়কাল:

এই কোর্সটি মোট ২ বছরের মধ্যে সম্পন্ন হবে।

See also  PAN Aadhaar Link: প্যান-আধার লিঙ্ক করেননি? ভুলে গেলে কীভাবে চেক করবেন? জেনে নিন।

সেমিস্টার প্রসেস:

CBCS সিস্টেম অনুযায়ী বেশ কয়েকবার সেমিস্টারের মাধ্যমে প্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে।

এই কোর্সে ভর্তির জন্য কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস ছাড়াও ইউনিভার্সিটি এর আরো প্রায় ২৬ টি সেন্টারে ভর্তি নেওয়া হবে প্রার্থীদের। ভর্তি সংক্রান্ত আরো বিষয় যদি প্রার্থীরা বিষয়ে জানতে চান , তবে এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানতে পারবেন।

Website: https://www.dodl.klyuniv.ac.in/

RELATED ARTICLES

Most Popular