HomeEducation Newsইকোলজিক্যাল স্টাডিজে ছ’মাসের কোর্স চালু কল্যাণী বিশ্ববিদ্যালয়ে, জানুন বিস্তারিত।

ইকোলজিক্যাল স্টাডিজে ছ’মাসের কোর্স চালু কল্যাণী বিশ্ববিদ্যালয়ে, জানুন বিস্তারিত।

অনেকেই চান পরিবেশের সমস্ত বিষয়ে বিশদে জানতে। বিশেষ করে বর্তমানে পরিবেশের জলবায়ু (Climate) পরিবর্তন হচ্ছে। পরিবেশকে জানা বা বোঝার জন্য বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতেও শুরু হচ্ছে Ecological Studies নিয়ে পড়াশোনা। ঠিক একই রকমভাবে নদীয়ার Kalyani University তেও শুরু হতে চলেছে Ecological Studies নিয়ে Certificate Course! সম্প্রতি এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (Website) প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। জানুন বিস্তারিত।

পাঠ্যক্রমের নাম:

Water and Soil Qualities Monitoring and Environmental Management

কী বিষয়ে পড়ানো হবে?

জল এবং মাটির গুণগত মান পর্যালোচনা এবং পরিবেশ ব্যবস্থাপনা (Water and Soil Quality Review and Environmental Management) সংক্রান্ত বিষয়ে পড়ানো হবে বিস্তারিতভাবে।

কোর্সের মেয়াদ:

ছয় মাস।

সপ্তাহে কদিন ক্লাস হবে?

ক্লাস হবে সপ্তাহে এক দিন করে।

ক্লাস কোথায় নেওয়া হবে?

ক্লাস নেওয়া হবে প্রতিষ্ঠানের Centre for Ecological Studies Department and International Centre for Ecological Engineering Department এ।

শূন্যপদ:

২০টি।

বয়সসীমা:

কোনো বয়সসীমা উল্লেখ করা হয়নি।

আবশ্যিক যোগ্যতা:

আবেদনে ইচ্ছুক প্রার্থীদের Bsc বা Btech এর যেকোনো বিষয়ে বা ভূগোল (Geography) এবং যেকোনো সম্পর্কিত বিষয়ে Graduated/Studying in Graduation Course/Post Graduated হতে হবে।

See also  শুরু হবে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন, বড় ঘোষণা পর্ষদের! জেনে নিন বিস্তারিত।

আবেদন পদ্ধতি:

আবেদনে ইচ্ছুক প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (Website) গিয়ে নিজের সমস্ত দরকারি তথ্য (Important Document) সমেত অনলাইনে (Online) আবেদন জানাতে হবে।

আবেদন ফি:

আবেদন ফি বাবদ ৩ হাজার টাকা।

আবেদনের শেষ তারিখ:

আগামী ১৪ অগস্ট।

প্রার্থী বাছাই এবং মেধাতালিকা (Merit List) প্রকাশের তারিখ:

যথাক্রমে আগামী ২১ এবং ২৫ অগস্ট।

ভর্তির দিন:

আগামী ৩১ অগস্ট।

ক্লাস শুরু হবার তারিখ:

ক্লাস শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে।

এই বিষয়ে আরো বিস্তারিত জানুন প্রতিষ্ঠানের ওয়েবসাইট (Official Website) থেকে।

Important Links:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular