HomeJob updatesমোট শূন্যপদ 153টি! সরাসরি ইন্টারভিউ দিয়ে কল্যাণী AIIMS-এ চাকরি, জানুন বিশদে

মোট শূন্যপদ 153টি! সরাসরি ইন্টারভিউ দিয়ে কল্যাণী AIIMS-এ চাকরি, জানুন বিশদে

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (All India Institute Of Medical Sciences- AIIMS), কল্যাণীর পক্ষ থেকে সম্প্রতি একটি স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোন রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।

পশ্চিমবঙ্গের যে কোন জেলার ছেলে এবং মেয়েরা উপযুক্ত যোগ্যতা সম্পন্ন হলেই শূন্য পদগুলির জন্য আবেদন করতে পারবেন।

কল্যাণী এইমসে (Kalyani AIIMS Recruitment 2023) আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স ,আবেদন পদ্ধতি, বেতন ইত্যাদি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো। আরো বিশদ তথ্যের জন্য আপনারা অফিশিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

পদের নাম-

সিনিয়র রেসিডেন্ট

মোট শূন্যপদ-

মোট ১৫৩ টি শুন্যপদে নিয়োগ করা হবে।

মাসিক বেতন-

১৫,৬০০ টাকা থেকে ৩৯,১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে প্রতি মাসে।

আবেদন শুরু-

বর্তমানে আবেদন চলছে।

আবেদন শেষ-

১৩/০৫/২০২৩

বয়সসীমা-

সর্বোচ্চ ৪৫ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন। সরকারি নিয়ম মেনে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।

See also  7th পে কমিশন অনুযায়ী বাড়বে কেন্দ্রের কর্মচারীদের বেসিক পে, বড় ঘোষণা কেন্দ্রের।

আবশ্যিক যোগ্যতা-

ভারতের যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে মেডিক্যাল বিভাগের ডিগ্রী থাকলে চাকরিপ্রার্থীরা শূন্যপদগুলির জন্য আবেদন করতে পারবেন।

নিয়োগ পদ্ধতি-

অনলাইনে করা আবেদনের ভিত্তিতে প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন মূল্য-

জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য আবেদন মূল্যে ১০০০ টাকা ধার্য করা হয়েছে।

আবেদন পদ্ধতি-

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে একটি গুগল লিঙ্ক যুক্ত করা আছে, সেটির মাধ্যমে প্রার্থীদের আবেদন করতে হবে এবং প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট নিয়ে নির্দিষ্ট ঠিকানায় গিয়ে নির্দিষ্ট দিনে ইন্টারভিউ দিতে হবে।

ইন্টারভিউয়ের ঠিকানা–

Administrative Building,
1st, Floor, Committee Room of AIIMS,
Kalyani, Pin – 741245

Important Links

Official Notification: Download Now
Official Website: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular