HomeJob updatesJRF নেওয়া হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। প্রতিমাসে বেতন ৩৮ হাজার টাকা।

JRF নেওয়া হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। প্রতিমাসে বেতন ৩৮ হাজার টাকা।

সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। রয়েছে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ। কোন পদে নিয়োগ, কি আবেদনের পদ্ধতি ইত্যাদি বিষয়ে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।

প্রজেক্টের নাম:

Development of Portable Electronic Noise for Quality Assessment of Spices Based on Essential Well Detection Employing Molecular Imprinting Technology on Quartz Crystal Microbalance Sensor

পদের নাম:

Junior Research Fellow (JRF)

কাজের মেয়াদ:

তিন বছরের চুক্তিভিত্তিক (Contractual) নিয়োগ। এর মধ্যে দু বছর JRF হিসেবে এবং পরবর্তী এক বছর Senior Research Fellow হিসেবে নিয়োগ করা হবে।

কোন বোর্ডের তরফে নিয়োগ?

এই সম্পূর্ণ প্রজেক্টটি আয়োজন করছে শিক্ষাপ্রতিষ্ঠানের Science and Engineering Research Board এর তরফে।

আবশ্যিক যোগ্যতা:

  • i) আবেদনে ইচ্ছুক প্রার্থীদের যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে M.Tech অথবা Master of Technology ডিগ্রি থাকতে হবে।
  • ii) এছাড়াও প্রার্থী যেনো GATE অর্থাৎ Graduate Aptitude Test পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন।
See also  নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, জানুন বিস্তারিত।

মাসিক বেতন:

  • i) JRF অর্থাৎ Junior Research Fellow হিসেবে দেওয়া হবে মাসিক ৩৮,৪৪০ টাকা।
  • ii) SRF অর্থাৎ Senior Research Fellow হিসেবে দেওয়া হবে মাসিক ৪৩,৪০০ টাকা।

আবেদন প্রক্রিয়া:

আলাদা করে আবেদনের প্রয়োজন নেই।

নিয়োগ প্রক্রিয়া:

Walk in Interview এর মাধ্যমে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীকে।

বিঃ দ্রঃ: ইন্টারভিউ নেওয়ার দিন প্রার্থীকে নিজের সমস্ত প্রয়োজনীয় তথ্য সমেত নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে।

ইন্টারভিউ নেওয়ার তারিখ:

আগামী ৮ ডিসেম্বর বেলা দেড়টা থেকে শুরু হবে ইন্টারভিউ।

আবেদন সহ বিভিন্ন বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে সংস্থার ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular