HomeEducation Newsইঞ্জিনিয়ারিং পড়তে চাইলে বাধ্যতামূলক নয় জয়েন্ট এন্ট্রাস, জানালো উচ্চশিক্ষা দপ্তর।

ইঞ্জিনিয়ারিং পড়তে চাইলে বাধ্যতামূলক নয় জয়েন্ট এন্ট্রাস, জানালো উচ্চশিক্ষা দপ্তর।

রাজ্যের যে সমস্ত শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চান, তাদের জন্য এবার বড় খুশির খবর দিল রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। এবার থেকে Joint Entrance পরীক্ষা ছাড়া ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে পারবেন রাজ্যের শিক্ষার্থীরা। অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এ ভর্তির ক্ষেত্রে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা এবার থেকে আর বাধ্যতামূলক থাকছে না।

দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হওয়ার পর সরাসরি ভর্তি হওয়া যাবে ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে। সম্প্রতি রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই বিষয়ে একটি বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই সিদ্ধান্তে খুশি হবে রাজ্যের প্রচুর সংখ্যক শিক্ষার্থীরা।

এতদিন পর্যন্ত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ছিল রাজ্যের ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা। তবে হঠাৎ কেন সিদ্ধান্ত বদল করল উচ্চশিক্ষা দপ্তর? রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে পড়ে আছে বিপুল সংখ্যক শুন্যপদ। আর এই বিপুল সংখ্যক শূন্যপদের হিসাব বিবেচনা করেই নতুন সিদ্ধান্ত নিল রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন কয়েক বছর আগে জয়েন্টের রাঙ্ক ইঞ্জিনিয়ারিং এ ভর্তির ক্ষেত্রে বাধ্যতামূলক রাখেনি। NCTE এর সেই সিদ্ধান্তের পথেই হাঁটলো রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর। তাই এবার থেকে রাজ্যের দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরা সরাসরি ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হতে পারবেন।

See also  Top Courses: উচ্চ মাধ্যমিকের পর মাত্র এই কোর্সগুলি বদলে দিতে পারে আপনার ভবিষ্যৎ, বেছে নিন এই স্মার্ট অপশনগুলি।

কয়েক মাস আগেই রাজ্যে ইঞ্জিনিয়ারিং এর কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়েছে। কাউন্সেলিং এর শেষ পর্ব নিকটে, তবে দেখা যাচ্ছে যে অধিকাংশ কলেজগুলিতেই অধিকাংশ আসন ফাঁকা রয়ে গিয়েছে। এবার এই সমস্ত শূন্যপদে ভর্তি নেওয়ার জন্য নতুন সিদ্ধান্ত নিল রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর।

তবে রাজ্যের নতুন সিদ্ধান্ত শুধুমাত্র বেসরকারি কলেজগুলির ক্ষেত্রেই প্রযোজ্য। সরকারি কলেজগুলিতে ভর্তি হতে গেলে জয়েন্ট এন্ট্রান্স এর রাঙ্ক বাধ্যতামূলক থাকছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular