পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার প্রোজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক ওয়েলফেয়ার অফিসারের তরফে Jalpaiguri Backward Classes Welfare Department Recruitment 2023 Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। জেলার একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে পদার্থবিদ্যা ও ইকোনোমিক্স বিষয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ করা হবে।
Jalpaiguri School Teacher Recruitment 2023 -এ আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। পোস্ট অফিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে। ইতিমধ্যেই 23/02/2023 তারিখ থেকে অফলাইনে আবেদন শুরু হয়েছে। নীচে আবেদন ফর্ম ডাউনলোড করার অফিশিয়াল লিঙ্ক দেওয়া হয়েছে। আবেদন করার জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না।
Jalpaiguri Government School Teacher Recruitment 2023 -এ ভারতবর্ষের নাগরিক হলেই আবেদন করতে পারবে। সুতরাং, পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। সংরক্ষিত শ্রেণির আবেদনকারীদের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় থাকছে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
Jalpaiguri Government School Teacher Vacancy 2023 -এ আবেদনের আবশ্যিক যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম-
Guest Teacher
মোট শূন্যপদ-
এখানে 02 টি শূন্যপদে নিয়োগ করা হবে।
মাসিক বেতন-
প্রতি মাসে 12,000/- টাকা বেতন দেওয়া হবে।
আবেদন শুরু- 23/02/2023
আবেদন শেষ- 06/03/2023
বয়সসীমা-
আবেদনকারী প্রার্থীর বয়স 01/01/2023 অনুযায়ী 18 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় থাকছে।
আবশ্যিক যোগ্যতা-
- আবেদনকারীকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর হতে হবে।
- অবশ্যই বিএড করা থাকতে হবে।
- আরও বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশ দেখুন।
নিয়োগ পদ্ধতি-
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন মূল্য-
উক্ত পদে আবেদনের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না।
আবেদন পদ্ধতি-
- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
- নীচের লিঙ্ক থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।
- নির্ভুলভাবে আবেদন ফর্মটি পূরণ করতে হবে।
- নোটিশে উল্লেখিত ডকুমেন্টসগুলি যোগ করতে হবে।
- নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক ঠিকানায় জমা করতে হবে।
- আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ Project Officer cum District welfare officer, Backward classes welfare & Tribal Development Department, Shivaji Road, Hakimpara, PO & Dist-Jalpaiguri, PIN-735101
- আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।
- অফলাইনে আবেদন করার শেষ তারিখ 06/03/2023 (05:00 PM)
প্রয়োজনীয় ডকুমেন্টস(নথিপত্র)-
- বয়সের প্রমাণপত্র
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
- জাতিগত শংসাপত্র
- বসবাসের প্রমাণপত্র
- অভিজ্ঞতার শংসাপত্র
- পাসপোর্ট সাইজ ছবি
- অন্যান্য নথিপত্র
Important Links
Official Notification: Download Now
Application Form: Download Now
Official Website: Click Here