HomeJob updatesজেলা স্বাস্থ্য দপ্তরের অধীনে কর্মী নিয়োগ, জানুন বিস্তারিত।

জেলা স্বাস্থ্য দপ্তরের অধীনে কর্মী নিয়োগ, জানুন বিস্তারিত।

চাকরিপ্রার্থীদের (Job Seekers) জন্য সুখবর। সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্যের অধীনস্থ জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর (Health and Family Welfare Department) একটি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। খুব তাড়াতড়িই এই নিয়োগ হতে চলেছে জেলার অধীনস্থ স্বাস্থ্য কেন্দ্রে। ভারতের নাগরিক তথা পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই আবেদন করা যাবে পদগুলির জন্য। আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে। (Jalpaiguri Health Department Recruitment)

Employment No.:

DHFWS/1122/23

১) পদের নাম:

Medical Social Worker

মোট শূন্যপদ:

১ টি।

শিক্ষাগত যোগ্যতা:

i) প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে BA/B.Sc / B.Com বিভাগের যেকোনো বিষয়ে স্নাতক পাশ (Graduation Passed) করে থাকতে হবে।
ii) এছাড়া প্রার্থীকে যেকোনো স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে Computer Application এ এক বছরের ডিপ্লোমা (Diploma) Course করে থাকতে হবে।

মাসিক বেতন:

নিযুক্ত প্রার্থীর মাসিক বেতন ১৮,০০০ টাকা।

বয়সসীমা:

আবেদনকারীদের বয়স হতে হবে ২০ থেকে ৪০ বছরের মধ্যে।

২) পদের নাম:

Staff Nurse (UHWC), Community Nurse

মোট শূন্যপদ:

৫ টি। (UR- ৩ টি, SC- ১ টি, OBC- ১ টি।)

See also  নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, জানুন বিস্তারিত।

শিক্ষাগত যোগ্যতা:

i) প্রার্থীকে Indian Nursing Counsil/West Bengal Nursing Counsil দ্বারা স্বীকৃত একটি প্রতিষ্ঠান থেকে GNM Course/BSc Nursing Course সম্পন্ন করে থাকতে হবে।
ii) প্রার্থীকে West Bengal Nursing Counsil এর অধীনে নথিভুক্ত থাকতে হবে।
iii) স্থানীয় ভাষাতে (Native Language) দক্ষ হতে হবে প্রার্থীকে।

মাসিক বেতন:

নিযুক্ত প্রার্থী প্রতি মাসে বেতন হিসেবে ২৫,০০০ টাকা পাবেন।

বয়সসীমা:

আবেদনকারীদের বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।

৩) পদের নাম:

Nutritionist

মোট শূন্যপদ:

১ টি

শিক্ষাগত যোগ্যতা:

i) চাকরিপ্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে খাদ্য এবং পুষ্টি বা সমতুল্য বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রী (Masters Degree) থাকলেই আবেদন করা যাবে।
ii) Computer এর বিষয়ে জ্ঞান থাকতে হবে।
iii) এছাড়াও প্রার্থীর বাংলা ভাষায় পড়তে, লিখতে ও কথা বলতে সক্ষম হতে হবে।

মাসিক বেতন:

নিযুক্ত ব্যক্তির মাসিক বেতন ২৫,০০০ টাকা।

বয়সসীমা:

আবেদনকারীদের বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।

৪) পদের নাম:

Specialist Medical Officer

মোট শূন্যপদ:

১১ টি। (UR- ৫ টি, SC- ৫ টি, OBC- ১ টি।)

See also  7th পে কমিশন অনুযায়ী বাড়বে কেন্দ্রের কর্মচারীদের বেসিক পে, বড় ঘোষণা কেন্দ্রের।

শিক্ষাগত যোগ্যতা:

i) আবেদনকারীকে Medical Council of India স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রীপ্রাপ্ত এবং ঔষধ, শিশুরোগ, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা, চক্ষুবিদ্যা (Medicine, Paediatrics, Gynecology and Obstetrics, Ophthalmology) ইত্যাদি বিভাগের ওপর সংশ্লিষ্ট ডিগ্রী অর্জন করে থাকতে হবে।
ii) প্রার্থীকে অবশ্যই West Bengal Medical Council এর অধীনে নথিভুক্ত হতে হবে।

মাসিক বেতন:

i) Specialist Medical Officer পদে নিযুক্ত ব্যক্তির মাসিক বেতন হবে ৬০,০০০/- টাকা।
ii) এই পদের অন্যান্য বিভাগের Medical Officer দের প্রাত্যহিক ৩০০০/- টাকা ও সাপ্তাহিক সর্বোচ্চ দুই অথবা তিন দিনের হিসেবে মাসিক বেতন প্রদান করা হবে।

বয়সসীমা:

আবেদনকারীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৬৭ বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি:

i) আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইন (Online) পদ্ধতিতে।
ii) প্রার্থীদের প্রথমে জেলা স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) যেতে হবে।
iii) ওয়েবসাইটে গিয়ে ওয়েবফর্মের (Webform) মাধ্যমে নিজেদের আবেদন নথিভুক্ত করতে হবে।
iv) আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার পর প্রাপ্ত রেফারেন্স নম্বর অথবা অ্যাপ্লিকেশান আইডি (Reference Number or Application ID) নিজেদের কাছে রেখে দিতে হবে।

See also  দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

আবেদন ফি:

i) অসংরক্ষিত শ্রেণীর (General Category) প্রার্থীদের জন্য এককালীন ১০০/- টাকা ধার্য করা হয়েছে।
ii) সংরক্ষিত শ্রেণীর (Reserved Category) প্রার্থীদের জন্য এককালীন ৫০/- টাকা ধার্য করা হয়েছে।

আবেদনের শেষ তারিখ:

১৪ আগস্ট, ২০২৩

এই বিষয়ে আরো বিস্তারিত তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।

Important Links:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular