HomeEducation NewsJU Admission 2023: স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া চলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। জেনে নিন...

JU Admission 2023: স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া চলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। জেনে নিন বিস্তারিত।

সম্প্রতি প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের ফলাফল(Higher Secondary Examination Result)। কলেজে কলেজে এখন চলছে ভর্তির প্রক্রিয়া(Admission Process)। 2023-24 শিক্ষাবর্ষ থেকেই রাজ্যের সমস্ত সরকারি, আধাসরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে চার বছরের স্নাতক কোর্স (Graduation Course) চালু হবে। সম্প্রতি সেই বিষয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে শিক্ষাদপ্তর(Education Department)। অন্যথা ঘটেনি যাদবপুর বিশ্ববিদ্যালয়েও(JU Admission)। আবেদন প্রক্রিয়াসহ সমস্ত খুঁটিনাটি বিষয় জেনে নিতে প্রতিবেদনটি পড়ুন ভালো ভাবে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) তরফে জানানো হয়েছে যে, Faculty of Arts Department অর্থাৎ বাংলা, কমপ্যারেটিভ লিটারেচার, ইকোনমিক্স, ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, সংস্কৃত, সমাজবিজ্ঞান (Bengali, Comparative Literature, Economics, English, History, Political Science, Philosophy, Sanskrit, Sociological Science) বিষয়ে ভর্তি হওয়া যাবে। অন্যদিকে Faculty of Science Department এ পদার্থবিদ্যা, রসায়ন, ভূগোল এবং অঙ্কে (Physics, Chemistry, Geography and Mathematics) ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারবেন। এইসব প্রক্রিয়াই হবে অনলাইনে(Online)।

প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা যোগ্যতা রয়েছে এবং রয়েছে Admission Test ও। ভর্তির সময় Admission Test এর নম্বর এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার নম্বর; দুইই বিচার্য বিষয় হবে। (Jadavpur University UG Admission)

See also  শুরু হবে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন, বড় ঘোষণা পর্ষদের! জেনে নিন বিস্তারিত।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান এবং কলা বিভাগে (Science and Arts Department) ভর্তির জন্য কত তারিখ অবধি আবেদন করা যাবে?
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তির জন্য সকল প্রার্থীকে ২৩ শে জুনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের Admission Test এর দিনক্ষণ নিচে জানানো হলো রুটিনের মাধ্যমে। দেখে নিন।

Admission Test Routine:

  • Physics: 14 জুলাই (সকাল 11 টা থেকে বেলা 1 টা)
  • Chemistry: 14 জুলাই (দুপুর 2:30টা থেকে বিকেল 4:30 টে)
  • Mathematics: 13 জুলাই (সকাল 11 টা থেকে বেলা 1 টা)
  • Geography: 13 জুলাই (দুপুর 2:30 টে থেকে বিকেল 4:30 টে)
  • Bengali: 12 জুলাই (বেলা 11:30 টা থেকে দুপুর 1:30 টা)
  • Comparative Literature: 14 জুলাই (দুপুর 2:30 টে থেকে বিকেল 4:30 টে)
  • Economics: 13 জুলাই (বেলা 11:30 টা থেকে দুপুর 1:30 টা)
  • English: 18 জুলাই (বেলা 12 টা দুপুর 2 টো)
  • History: 12 জুলাই (দুপুর 2:30 টে থেকে বিকেল 4:30টে)
  • Philosophy: 14 জুলাই (বেলা 11:30 টা থেকে দুপুর 1:30টা)
  • Political Science: 13 জুলাই (দুপুর 2:30 টে থেকে বিকেল 4:30টে)
  • Sanskrit: 10 জুলাই (বেলা 11:30 টা থেকে দুপুর 1:30টা)
  • Sociological Science: 10 জুলাই ( দুপুর 2:30টে থেকে বিকেল 4:30টে)
See also  উচ্চমাধ্যমিক পাশ করে কোন কোন পেশাকে বেছে নিতে পারেন ভবিষ্যতের জন্য, জানুন।

Admission Test এর জন্য সকল ছাত্রছাত্রীদের যাদবপুর বিশ্ববিদ্যাসয়ের মেইন ক্যাম্পাসে প্রবেশ করতে হবে।
Arts Department এর মেধাতালিকা (Merit List) আগামী 28 জুলাই থেকে প্রকাশিত হবে এবং Science Department এর মেধাতালিকা (Merit List) প্রকাশিত হবে আগামী 20 জুলাই থেকে।

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular