HomeJob updatesJadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে খেলার প্রশিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি। বিস্তারিত জানুন।

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে খেলার প্রশিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি। বিস্তারিত জানুন।

যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়োগের (Recruitment in Jadavpur University) কথা জানিয়ে তাদের ওয়েবসাইটে (Website) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কোন পদে নিয়োগ হবে, কী আবেদন পদ্ধতি এসব কিছু বিস্তারিত জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

পদের নাম:

i) Coaches
ii) Trainer

কাজের ধরণ:

Part Time Job

কোন কোন বিভাগে নিয়োগ:

Tennis, Kho Kho, Table Tennis, Badminton, Kabaddi, Gymnastics, Wresting, Zudo, Kick Boxing

কাজের দিনসংখ্যা:

প্রতিসপ্তাহে পাঁচ দিন(5 days in Every Week)।

বেতনক্রম:

i) Coaches দের বেতন ৭৫০/- টাকা থেকে শুরু এবং প্রতি মাসে তা ১৫ হাজার টাকা অবধি হবে।
ii) Trainer এর প্রতিমাসে বেতন হবে ১০ হাজার টাকা।

আবেদন প্রক্রিয়া:

  • i) আবেদন করা যাবে অফলাইনে(Offline)।
  • ii) প্রথমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (Official Website of University) গিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্ক থেকে আবেদনপত্রটি ডাউনলোড (Download) করে নিতে হবে।
  • iii) ডাউনলোড করে প্রিন্ট আউট (Print Out) বের করে আবেদনপত্রটি ভালো করে পূরণ করতে হবে।
  • iv) এবার ইন্টারভিউয়ের দিন আবেদনপত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য (Important Documents) নিয়ে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে।

নিয়োগ পদ্ধতি:

সরাসরি ইন্টারভিউয়ের (Direct Interview) মাধ্যমে নিয়োগ করা হবে।

ইন্টারভিউয়ের তারিখ এবং সময়:

আগামী ১৮ জুলাই, ঠিক দুপুর দুটো থেকে।

ইন্টারভিউয়ের স্থান:

বিজ্ঞপ্তিতে বলা আছে।

আরো বিস্তারিত জানতে হলে প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে দেখতে পারেন।

Important Link

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular