HomeEducation Newsফার্মাসিতে স্নাতকোত্তর ডিগ্রি করার সুযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া। বিশদে...

ফার্মাসিতে স্নাতকোত্তর ডিগ্রি করার সুযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া। বিশদে জানুন।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ফার্মাসির স্নাতকোত্তরে (Post Graduate in Pharmacy) ভর্তি প্রক্রিয়া শুরু হল চলতি শিক্ষাবর্ষে। সম্প্রতি এই কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (Website) প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। গত বুধবার থেকেই শুরু হয়েছে এই প্রক্রিয়া। জানুন বিস্তারিত।

Master in Pharmacy অর্থাৎ M.Pharma ডিগ্রিটি কোন কোন ক্যাট্যাগরিতে বিভক্ত?

এই স্তরটি দুটি ক্যাট্যাগরিতে (Two Categories) বিভক্ত। সেগুলি হলো:

i) Zipat
ii) Sponsored

কোর্সটি পরিচালনাতে কে আছে?

কোর্সটি বিশ্ববিদ্যালয়ের Faculty of Engineering and Technology অর্থাৎ FET দ্বারা পরিচালিত এবং Pharmacy Council of India দ্বারা স্বীকৃত।

কোর্সের মেয়াদ:

দুই বছর।

সেমেস্টার:

চারটি সেমেস্টার।

আবশ্যিক যোগ্যতা:

i) Zepat:
এই ক্যাটাগরিতে (Category) আবেদন করতে হলে শিক্ষার্থীদের Zepat উত্তীর্ণ হতে হবে নির্দিষ্ট নম্বর সহকারে।

ii) Sponsored:
আবেদনকারীর স্নাতক স্তরের (After Graduation) পরে বেশ কিছু বছর চাকরি করার অভিজ্ঞতা (Experience) থাকতে হবে এবং নিয়োগকারী সংস্থা তাদের পড়াশোনার জন্য অর্থ যোগান দেয় এমন হতে হবে।

আসন সংখ্যা:

Zepat: ৪৪টি
Sponsored: ৫টি

টিউশন ফি:

Zepat: ২,৪০০/- টাকা
Sponsored: ২৪,০০০/- টাকা

ভর্তির প্রক্রিয়া:

See also  শুরু হবে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন, বড় ঘোষণা পর্ষদের! জেনে নিন বিস্তারিত।

Zepat:
এই ক্যাটাগরিতে ভর্তি নেওয়া হবে Zepat এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে।

Sponsored:
এই ক্যাটাগরিতে প্রবেশিকা পরীক্ষার (Admission Test) মাধ্যমে মেধা তালিকার নম্বরের ভিত্তিতে (Number of Merit List) ভর্তি নেওয়া হবে পড়ুয়াদের।

আবেদন প্রক্রিয়া:
i) আবেদন করা যাবে অনলাইনে(Online)।
ii) প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে নিজেদের সমস্ত জরুরি তথ্য এবং আবেদনমূল্য (Registration Fee) জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে পড়ুয়াকে।

আবেদন ফি:
৫০০ টাকা।

প্রার্থীকে আবেদনপত্রটি ডাউনলোড (Download the Application) করে নিজের সমস্ত নথি নিয়ে উপস্থিত হতে হবে নথি যাচাইয়ের (Document Verification) জন্য।

আবেদনের শেষ তারিখ:
আগামী ২১ জুলাই।

এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে প্রার্থীকে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে হবে।

Important Link:
Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular