HomeEducation Newsযাদবপুর বিশ্ববিদ্যালয়ে চালু আন্তর্জাতিক রাজনীতির গতিবিধি নিয়ে ডিপ্লোমা কোর্স। জানুন বিশদে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চালু আন্তর্জাতিক রাজনীতির গতিবিধি নিয়ে ডিপ্লোমা কোর্স। জানুন বিশদে।

আমরা কমবেশি সকলেই প্রতিনিয়ত আন্তর্জাতিক (International) ক্ষেত্রে বিভিন্ন দেশের মধ্যে রাজনৈতিক এবং অর্থনৈতিক সমীকরণের উত্থানপতন দেখতে পাই। ঘটনা অনুযায়ী বদলে যায় ক্ষমতার রসায়নও। এবার এই দৃষ্টিভঙ্গিকে নিয়েই নতুন পাঠক্রম শুরু করতে চলেছে Jadavpur University! সম্প্রতি এই বিষয়ে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (Website) জারি করেছে বিজ্ঞপ্তি(Notification)। আজকের এই প্রতিবেদনে (Article) আমরা সেই বিষয়েই বিস্তারিত জানার চেষ্টা করবো। প্রতিবেদনটি ভালো করে পড়ুন।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) কোন বিভাগে এই নতুন পাঠক্রমের ব্যবস্থা নেওয়া হয়েছে?

বিশ্ববিদ্যালয়ের আন্তর্জতিক সম্পর্ক বিভাগের (International Relationship Department) তরফে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

কোর্সটির নাম:

Advance Diploma

কোর্সটির বিষয়:

আন্তর্জাতিক রাজনীতির গতিবিধি এবং দৃষ্টিভঙ্গি।

কোর্সের মেয়াদ:

এক বছর।

কোন সংস্থার তরফে কোর্স:

School of International Relations and Stratisgic Studies

কোর্সের আসন সংখ্যা:

৩০টি।

কোর্সের ফি:

৩৩,০৪০/- টাকা।

আবশ্যিক যোগ্যতা:

আবেদনে ইচ্ছুক প্রার্থীকে যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক (Graduated) হতে হবে।

আবেদন পদ্ধতি:

i) আবেদন করা যাবে অফলাইনে(Offline)।
ii) প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড (Download) করে পূরণ করতে হবে।
iii) এরপর আবেদন ফি সহ আবেদনপত্রটি জমা দিতে হবে অফিসে।

See also  উচ্চমাধ্যমিক পাশ করে কোন কোন পেশাকে বেছে নিতে পারেন ভবিষ্যতের জন্য, জানুন।

আবেদন ফি:

আবেদন ফি বাবদ ১০০ টাকা ধার্য করা হয়েছে।

আবেদন জমা দেবার শেষ তারিখ:

আগামী ৮ই আগস্ট।

নিয়োগ পদ্ধতি:

প্রাথমিক বাছাই পর্বের পর সরাসরি ইন্টারভিউয়ের (Direct Interview) মাধ্যমে নিয়োগ করা হবে।

ইন্টারভিউ নেবার তারিখ:

আগামী ২২শে আগস্ট ঠিক সকাল ১১টা থেকে।

ভর্তি প্রক্রিয়া শুরুর তারিখ:

আগামী ৩১ আগস্ট।

ভর্তির দিন প্রার্থীদের নিজের সমস্ত দরকারি নথির (Important Document) সঙ্গে কোর্স ফি -র ব্যাঙ্ক ড্রাফট (Bank Draft) রাখতে হবে সঙ্গে।

ক্লাস শুরু হবে কবে থেকে?

আগামী সেপ্টেম্বর মাসের শুরুর দিকে ক্লাস শুরু হবে। এখনো তারিখ নির্ধারণ করা হয়নি।

এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে দেখতে পারেন।

Important Link
Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular