যেসব পড়ুয়ারা Science নিয়ে পড়াশোনা করেছেন, তাঁদের জন্য যাদবপুরের Indian Association for the Cultivation of Science অথবা IACS এ রয়েছে গবেষণা (Research) সংক্রান্ত দারুণ একটি কাজের সুযোগ। সম্প্রতি গত মঙ্গলবার এই বিষয়ে জানিয়ে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (Website) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন পদ্ধতি সহ সমস্ত বিষয়ে বিস্তারিত জানুন এই প্রতিবেদনের মাধ্যমে। (Jadavpur IACS Recruitment)
পদের নাম:
Research Associate
বিভাগের নাম:
Chemical Sciences
শূন্যপদ:
বিজ্ঞপ্তিতে (Notification) এই বিষয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।
কাজের মেয়াদ:
প্রাথমিক ভাবে (Primarily) এক বছরের জন্য এই পদে নিয়োগ করা হবে এবং পরবর্তীতে কাজের ভিত্তিতে এই মেয়াদ আরও এক বছর বাড়তে পারে।
বেতনক্রম:
এই বিষয়ে বিজ্ঞপ্তিতে (Notification) স্পষ্টভাবে জানানো হয়নি।
গবেষণা ক্ষেত্রের নাম:
Bioinorganic Chemistry and Bioinspired Catalysis
প্রকল্পটির তত্ত্বাবধানে (In Charge) কে রয়েছেন?
Professor Tapan Kanti Pain
আবেদনের যোগ্যতা:
i) আবেদনে ইচ্ছুক প্রার্থীদের Chemistry বিষয়ে PhD এর সঙ্গে Synthetic Bioinorganic Chemistry তে গবেষণার অভিজ্ঞতা (Experience about Research) থাকতে হবে।
ii) প্রার্থীর Electrochemistry, Catalysis এবং Spectroscopy সংক্রান্ত জ্ঞান (Knowledge) থাকলে তাঁকে অগ্রাধিকার দেওয়া হবে।
iii) এছাড়াও যাঁরা ইতিমধ্যেই PhD Thesis জমা করেছেন তাঁরাও আবেদনের যোগ্য।
আবেদন পদ্ধতি:
ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া মেইল আইডিতে (Mail Id) প্রার্থীকে নিজের যাবতীয় তথ্য সমেত আবেদন জানাতে হবে।
আবেদনের শেষ দিন:
আগামী ৬ অগস্ট।
নিয়োগ পদ্ধতি:
i) প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা (Educational Capabilities) এবং গবেষণার অভিজ্ঞতার (Experience about Research) ভিত্তিতে বেছে নেওয়া হবে।
ii) বেছে নেওয়া প্রার্থীদের মধ্যে থেকে এরপর ইন্টারভিউয়ের (Interview) মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।
ইন্টারভিউ নেওয়ার তারিখ:
আগামী ৮ অগস্ট।
Important Link:
Official Website: Click Here
নিয়োগ সংক্রান্ত (About Recruitment) আরো বিস্তারিত তথ্যের জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট (Website) দেখতে হবে।
-Written by Riya Ghosh