ISRO অর্থাৎ Indian Space Research Organization এর তরফে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। আবেদন করতে পারেন ভারতীয় যেকোনো নাগরিক তথা পশ্চিমবঙ্গের যেকোনো বাসিন্দা। আবেদন করুন নুন্যতম মাধ্যমিক পাশে। আবেদন পদ্ধতিসহ সমস্ত বিষয়ে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।
Employment No.:
NRSC/RMT/4/2023
পদের নাম:
Technician-B
মোট শূন্যপদ:
৫৪ টি(UR- ২৭ টি, OBC- ১৪ টি, SC- ৬ টি, ST- ২ টি, EWS- ৫ টি)
শিক্ষাগত যোগ্যতা:
- i) আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে ITI Certificate থাকতে হবে।
- ii) যোগ্যতার মাপকাঠি সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে বিজ্ঞপ্তিটি পড়ুন।
মাসিক বেতন:
৩১,৬৮২/- টাকা।
বয়সসীমা:
আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি:
- i) আবেদন করুন শুধুমাত্র অনলাইনে।
- ii) আবেদনের জন্য প্রথমে প্রার্থীকে ওয়েবসাইটে গিয়ে নিজের নাম নথিভুক্ত করতে হবে এবং প্রার্থীকে নিজের যাবতীয় তথ্য স্ক্যান করে আপলোড করতে হবে।
- iii) সবশেষে আবেদন ফি জমা দিয়ে জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন ফি:
৬০০/- টাকা আবেদন ফি হিসেবে ধার্য করা হয়েছে।
আবেদনের শেষ তারিখ:
৩১ ডিসেম্বর, ২০২৩
নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরো বিস্তারিত তথ্যের জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে যোগাযোগ করুন।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh