HomeEducation Newsজাতীয় শিক্ষানীতির প্রভাবে আগামী ২০২৪-এ কি শেষ ICSE দশম শ্রেণীর পরীক্ষা?

জাতীয় শিক্ষানীতির প্রভাবে আগামী ২০২৪-এ কি শেষ ICSE দশম শ্রেণীর পরীক্ষা?

জাতীয় শিক্ষানীতি বাস্তবায়িত হলে বদলে যেতে পারে পরীক্ষার ধরন। আর এমনটা হলে আগামী ২০২৫ সালের দশম শ্রেণীর পরীক্ষা অনিশ্চয়তার মুখে বলে ইঙ্গিত দিলেন ICSE বোর্ডের সচিব।

The council for the Indian school certificate examinations (CISCE) এর দশম শ্রেণির ICSE, দ্বাদশ শ্রেণির ISC পরীক্ষা নিয়ে অনিশ্চয়তার আবহ তৈরি হয়েছে।

জাতীয় শিক্ষানীতি যদি বাস্তবায়িত হয়, সেক্ষেত্রে সরাসরি দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হওয়ার কথা। এজন্য আগামী ২০২৫ সালের ICSE বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষা কার্যত অনিশ্চিত বলেই ইঙ্গিত দিল সংশ্লিষ্ট দপ্তর। সংশ্লিষ্ট মন্ত্রকে নির্দেশের অপেক্ষায় রয়েছে আইসিএসই বোর্ডের(ICSE Board) পরীক্ষা।

CISE বোর্ডের সচিব জানান যে আগামী ২০২৪ সালে দুটি পরীক্ষাই নেওয়া হবে। তবে পরবর্তী বছর অর্থাৎ ২০২৫ সালে কি হবে, তা নিয়ে তারা এখনো পর্যন্ত নিশ্চিত নন। পাশাপাশি মূল্যায়ন ব্যবস্থাতেও পরিবর্তন আনা হচ্ছে আগামী বছর থেকেই।

আগামী বছরের পরীক্ষায় প্রত্যেক বিষয়ে ১০ নম্বরের ক্রিটিকাল থিংকিং(Critical Thinking On Skill Based Subject বিষয় যুক্ত হচ্ছে। পাশাপাশি মাল্টিপল চয়েস প্রশ্নও থাকবে। পড়াশোনার ধরনে বদল আনা হবে এবং শেখার ধরনের ও বদল আসবে। মূল্যায়ন পদ্ধতিতেও পরিবর্তন আনা হবে। সমস্ত প্রক্রিয়াটি ধীরে ধীরে এগোনো হবে।

CISCE বোর্ডের তরফ থেকে ইতিমধ্যেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, শিক্ষক, শিক্ষিকা, একাডেমিক ইনচার্জদের এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। জাতীয় শিক্ষানীতিকে(National Education Policy) মাথায় রেখে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular