HomeNews৫ই সেপ্টেম্বর কি রাজ্যে সরকারি ছুটি থাকছে? কি বলছে অর্থ দপ্তর? দেখুন।

৫ই সেপ্টেম্বর কি রাজ্যে সরকারি ছুটি থাকছে? কি বলছে অর্থ দপ্তর? দেখুন।

পশ্চিমবঙ্গে ঘোষিত হলো আরো একটি সরকারি ছুটির(WB Holiday) তারিখ। তবে এই ছুটি পশ্চিমবঙ্গের সমস্ত অঞ্চলের জন্য নয়, কেবলমাত্র একটি নির্দিষ্ট অঞ্চলের জন্যই এই সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। রাজ্যে ছুটি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের অর্থ দপ্তর(Finance Department West Bengal)। রাজ্যের অর্থ দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে আগামী ৫ই সেপ্টেম্বর ছুটির কথা ঘোষণা করা হয়েছে।

আগামী ৫ই সেপ্টেম্বর, ২০২৩ মঙ্গলবার।এইদিন ১৫-ধুপগুড়ি(SC) বিধানসভা নির্বাচনী এলাকায় উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। Negotiable Instruments Act, 1881 অনুযায়ী এই দিন ধুপগুড়ি নির্বাচনী এলাকায় সমস্ত সরকারি অফিস ছুটি থাকবে। তারই সাথে বন্ধ থাকবে ওই অঞ্চলের সমস্ত সরকারি সংস্থা, সরকারের আন্ডারটেকিং সংস্থা, সরকারি কর্পোরেশন, বোর্ড, স্থানীয় সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলি।

৫ই সেপ্টেম্বর ভোট, তার আগের দিন অর্থাৎ ৪ ই সেপ্টেম্বর সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া পরিচালন করার উদ্দেশ্যে ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস বা স্থানীয় সংস্থা রয়েছে সেগুলির কর্তৃপক্ষ স্থানীয় ছুটি ঘোষণা করতে পারে। যাতে করে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলি নির্বাচনের জন্য ব্যবহার করা যায়। এই সমস্ত প্রতিষ্ঠানগুলি ভোটকেন্দ্র, সেক্টর অফিস, রিসিভিং সেন্টার বা অন্যান্য নির্বাচন প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হতে পারে।

সংশ্লিষ্ট ভোট এলাকার শ্রমিকদের জন্য আগামী ৫ ই সেপ্টেম্বর তারিখটি সবেতন ছুটি হিসেবে ঘোষণা করা হবে, যাতে করে এটা নিশ্চিত করা যায় যে, সমস্ত কর্মচারীরা নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন।

যদি কোন কর্মচারী ১৫-ধুপগুড়ি(SC) বিধানসভা নির্বাচনী এলাকার বাসিন্দা হন এবং কর্মসূত্রে বাইরে থাকেন, তাহলে ভোটের ছুটি ঘোষণা হলে কর্মস্থলেও সেদিন ছুটি হিসেবে ঘোষণা করা হবে তার। বিশেষ ছুটির অনুমতি দিয়ে তাকে নির্বাচন প্রক্রিয়ায়(Election Process) অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে। কোন এলাকায় পুনঃনির্বাচন হলেও সমস্ত কর্মচারী এবং শ্রমিককে সেইদিন ভোট দান করার সুযোগ দেওয়া হয়।

তবে এই দিন পশ্চিমবঙ্গের অন্যান্য সমস্ত অঞ্চলের সমস্ত সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা ইত্যাদি খোলা থাকবে। কেবলমাত্র ধুপগুড়ি নির্বাচনী এলাকার জন্যই এই ছুটির বিষয়টি প্রযোজ্য হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular