রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি Indian Railway Catering And Tourism Corporation বা IRCTC এর পক্ষ থেকে কম্পিউটার অপারেটর পদে কর্মী নিয়োগের(IRCTC Recruitment 2023) একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ট্রেনের টিকিট কাটা বা ক্যাটারিং এ খাবার অর্ডার করার জন্য আমরা সকলেই আইআরসিটিসি এর উপর নির্ভর করে থাকি। এখানেই কম্পিউটার অপারেটর পদে কর্মী নিয়োগ হতে চলেছে।
ভারতের যেকোনো রাজ্যের নাগরিক হলেই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা উপযুক্ত যোগ্যতাসম্পন্ন হলে শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন।
IRCTC নিয়োগের শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification), বেতন(Salary), বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদনের তারিখ ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো। আপনারা চাইলে অফিসিয়াল নোটিফিকেশনটি(Official Notification) ডাউনলোড করে সমস্ত বিষয়গুলি সম্পর্কে আরো বিশদে জেনে নিতে পারবেন।
পদের নাম-
Computer Operator and Programming Assistant (COPA)
মোট শূন্যপদ-
মোট ২৫ টি শূন্যপদে নিয়োগ করা হবে।
মাসিক বেতন-
প্রতিমাসে বেতন দেওয়া হবে ৭০০০ টাকা।
আবেদন শেষ-
২৯/০৬/২০২৩
বয়সসীমা-
১৫ থেকে ২৫ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবশ্যিক যোগ্যতা-
যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে এবং পাশাপাশি COPA Trade এ ITI পাশ হতে হবে।
নিয়োগ পদ্ধতি-
আবেদন করার পর প্রার্থীদের মেরিট লিস্ট তৈরি করা হবে এবং মেরিট লিস্টের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন মূল্য-
আবেদন মূল্য সম্পর্কে কিছু জানানো নেই।
আবেদন পদ্ধতি-
প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন(Online Recruitment) করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে(Official Website) ভিজিট করতে হবে। www.apprenticeshipindia.gov.in সাইটে ভিজিট করার পর একটি বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্টার করে নিতে হবে।
এরপর প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করার পর আবেদন মূল্য জমা করতে হবে।
Important Link
Official Website: Click Here