HomeJob updatesসরাসরি ইন্টারভিউ দিয়ে IRCTC-তে চাকরির সুযোগ, জেনে নিন বিস্তারিত।

সরাসরি ইন্টারভিউ দিয়ে IRCTC-তে চাকরির সুযোগ, জেনে নিন বিস্তারিত।

সম্প্রতি IRCTC অর্থাৎ Indian Railway Catering and Tourism Corporation এর তরফে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। কোনোরকম লিখিত পরীক্ষা (Written Exam) ছাড়াই হবে নিয়োগ। আবেদন প্রক্রিয়া সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জেনে নিন। (IRCTC Recruitment)

পদের নাম:

Consultant Tourism

দেশের কোন অংশে নিয়োগ:

দেশের পূর্বাঞ্চলের জন্য নিয়োগ করা হবে।

নিয়োগ স্থান:

নিযুক্তদের কর্মস্থল হবে কলকাতা এবং গুয়াহাটি(Kolkata and Guwahati)।

আবশ্যিক যোগ্যতা:

i) আবেদনে ইচ্ছুক প্রার্থীদের রেলের অবসরপ্রাপ্ত কর্মী অর্থাৎ Senior Section Engineer (Mechanical/Electrical) পদ থেকে অবসরপ্রাপ্ত (Retired Employee) হতে হবে।
ii) এছাড়া ভারতীয় Yard Working LHB Rec Maintenance, Operational & Accident এর নিয়মবিধি সম্পর্কে অবগত হতে হবে।
iii) যেসব প্রার্থীর হাওড়া, শিয়ালদহ এবং সাঁতরাগাছিতে ER/SER এবং NFR সম্পর্কিত কাজের অভিজ্ঞতা (Work Experience) রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা:

আবেদনকারীদের বয়স সর্বোচ্চ 64 বছরের মধ্যে হতে হবে।

বেতন:

নিযুক্তদের মাসিক বেতন IRCTC -র নিয়ম মেনেই ঠিক করা হবে।

আবেদন প্রক্রিয়া:

i) আবেদন করা যাবে অফলাইনে(Offline)।
ii) আবেদনকারী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন করতে হবে অর্থাৎ সবার প্রথমে IRCTC -র Official Website থেকে আবেদনপত্র ডাউনলোড (Download the Application Form) করতে হবে।
iii) এরপর আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করা আবেদনপত্র এবং অন্যান্য নথি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:

The Group General Manager,
Indian Railway Catering and Tourism Corporation Limited,
3, First Floor, Koylaghat Street,
Kolkata 700001

এছাড়াও সমস্ত নথি সহ স্ক্যান (Scanned Documents) করা আবেদনপত্র আপনি Email মারফতও জমা দিতে পারবেন।

Email ID:

hrdkolkata@irctc.com

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ:

আগামী 21 আগস্ট বিকেল 4 টে পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।

নির্বাচন পদ্ধতি:

i) Educational Qualification এবং Experience এর উপর ভিত্তি করে প্রাথমিকভাবে প্রার্থীদের বাছাই করা হবে।
ii) এরপর পরবর্তী ধাপে Interview এর মাধ্যমে চূড়ান্তভাবে প্রার্থীদের নিয়োগ করা হবে।

কাজের মেয়াদ:

প্রার্থীদের ছয় মাসের জন্য এই পদে নিয়োগ করা হবে।

বিঃ দ্রঃ: 2 টি শূন্যপদে স্বল্প সময়ের নিয়োগ করছে IRCTC!

এই নিয়োগের বিষয়ে আরো বিস্তারিত তথ্যের জন্য IRCTC এর Official Website এ গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular