HomeJob updatesIRCTC-তে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবশ্যিক যোগ্যতা সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানুন।

IRCTC-তে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবশ্যিক যোগ্যতা সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানুন।

IRCTC অর্থাৎ Indian Railway Catering and Tourism Corporation Limited এ কাজের সুযোগ। প্রার্থীরা সুযোগ পাবেন প্রশিক্ষণেরও(Training)। এই কথা জানিয়ে সম্প্রতি IRCTC এর ওয়েবসাইটে (Website) প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। তবে হ্যাঁ, দেশের শুধুমাত্র দক্ষিণ-মধ্যভাগের অঞ্চলগুলির জন্যই এই সুযোগ। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আপনিও আবেদন করতে চাইলে খুঁটিনাটি জেনে নিন।

পদের নাম:

Apprentice Trainee

শূন্যপদের সংখ্যা:

সব মিলিয়ে ১৬টি শূন্যপদ রয়েছে।

কোন কোন বিভাগে প্রশিক্ষণ (Training) দেওয়া হবে প্রার্থীদের?

i) Computer Operator and Programming Assistant
ii) Executive Procurement
iii) HR Executive Perol and Employee Data Management
iv) Human Resource Training and Media Coordinator

প্রশিক্ষণের মেয়াদ:

i) শুধুমাত্র Human Resource Training পদের প্রশিক্ষণের মেয়াদ ৬ মাস।
ii) বাকি পদে প্রশিক্ষণ এক বছর ধরে চলবে।

বয়সসীমা:

i) প্রার্থীদের সর্বোচ্চ বয়স ১৫ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
ii) সংরক্ষিত প্রার্থীরা (Candidate of Reserved Category) বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় পাবেন।

কোন কোন অঞ্চলে দেওয়া হবে প্রশিক্ষণ?

নিযুক্তদের প্রশিক্ষণ দেওয়া হবে তেলঙ্গনা, ওড়িশা, ছত্তিশগড় এবং অন্ধ্রপ্রদেশের বিভিন্ন অঞ্চলে।(Parts of Telengana, Odisha, Chhattisgarh, Andrapradesh)

বেতনক্রম:

i) দশম পাশ এবং ভোকেশনাল সার্টিফিকেট (10th Pass and Vocational Certificate) প্রাপ্ত প্রার্থীদের মাসিক বৃত্তি হবে ৭০০০ টাকা।
ii) স্নাতকডিগ্রি (Graduation Degree) প্রাপ্ত প্রার্থীদের মাসিক বৃত্তি হবে ৯০০০ টাকা।

আবশ্যিক যোগ্যতা:

i) প্রতিটি পদে আবেদনের জন্য যোগ্যতার মাপকাঠি আলাদা। বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ুন।
ii) তবে প্রতিটি পদের ক্ষেত্রেই প্রার্থীকে ন্যূনতম যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দশম শ্রেণীর পরীক্ষাতে ৫০% নম্বর প্রাপ্ত হতে হবে।

নিয়োগ পদ্ধতি:

প্রার্থীকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধার (Merit) ওপর ভিত্তি করে করা হবে নিয়োগ।

নিয়োগের চূড়ান্ত তালিকা কবে প্রকাশ করা হবে?

প্রার্থীদের নথি যাচাইকরণের (Document Verification) পর চূড়ান্ত তালিকা (Final List) প্রস্তুত করা হবে।

আবেদন প্রক্রিয়া:

আবেদনের জন্য প্রার্থীদের প্রথমে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে নিজের নাম নথিভুক্ত করে IRCTC এর ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে।

আবেদনের শেষ দিন:

আগামী ২০ জুলাই

এই বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট (Website) দেখতে হবে।

Important Link:
Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular