পশ্চিমবঙ্গের পড়ুয়াদের যাদের সিভিল সার্ভিস পরীক্ষায় বসার আগ্রহ বৃদ্ধি পায়, তার জন্য একটি অভিনব সিদ্ধান্ত নিল নবান্ন। কিছুদিন আগেই ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে। এই পরীক্ষায় রাজ্যের সাতজন পরীক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। আগামী দিনে পড়ুয়াদের আরও বেশি UPSC মনস্ক করার জন্য নতুন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল নবান্ন।
এর আগেও রাজ্যের বিভিন্ন জেলাতে সিভিল সার্ভিস প্রশিক্ষণ সেন্টার খোলার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ইউপিএসসিতে রাজ্যের অভূতপূর্ব সাফল্যের পরেই নতুন এই সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এই মর্মে একটি ১৫ জনের বিশেষ দল তৈরি করা হবে। এই দলে থাকবেন রাজ্যের বিভিন্ন জেলায় কর্মরত আইপিএস (IPS) ডব্লিউবিসিএস (WBCS) এবং আইএএস (IAS) অফিসাররা। এই সদস্যরা রাজ্যের বিভিন্ন স্কুল এবং কলেজগুলোতে গিয়ে পড়ুয়াদের সিভিল সার্ভিস পরীক্ষার প্রশিক্ষণ দেবেন এবং তাদের সিভিল সার্ভিস পরীক্ষার জন্য অনুপ্রেরণা যোগাবেন। বিভিন্ন জেলাতেও নবান্নর তরফ থেকে এই নির্দেশিকা পাঠানো হয়েছে।
নবান্ন তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী শনিবারের মধ্যে বিভিন্ন জেলার অন্তত ১৫ জনের একটি টিম তৈরি করে সেই তালিকা নবান্নে পাঠাতে হবে। সত্যেন্দ্রনাথ টেগর সিভিল সার্ভিস সেন্টারের তরফে জানিয়ে দেওয়া হবে কোন স্কুল এবং কোন কলেজে কোন অফিসারদের টিম যাবেন।
সিভিল সার্ভিস পরীক্ষার প্রশিক্ষণ দেবার রাজ্যের এই সিদ্ধান্ত যদি বাস্তবায়িত হয়, তাহলে ভবিষ্যতে আরো বহু শিক্ষার্থীরা ইউপিএসসি পরীক্ষাতে বসার অনুপ্রেরণা পাবেন। ভবিষ্যতে হয়তো আরো বহু সংখ্যক রাজ্যের পরীক্ষার্থীরা ইউ পি এস সি সিভিল সার্ভিস পরীক্ষাতে উত্তীর্ণ হবে এবং রাজ্যের মুখ উজ্জ্বল করবেন।