প্রতি বছর হাজার হাজার ছেলেমেয়ে UPSC অর্থাৎ Union Public Service Commission এর Civil Service পরীক্ষা দিয়ে থাকেন IPS বা IAS Officer অথবা অন্য কোনো উচ্চপদস্থ কর্মকর্তা হবার জন্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পড়ুয়ারা এই পরীক্ষা দিয়ে থাকেন। স্বাভাবিকভাবেই এই পরীক্ষাটি ভীষণ কঠিন হয়ে থাকে।
তাই এই পরীক্ষার ভালোভাবে প্রস্তুতির জন্য এবার দারুণ সুযোগ নিয়ে এলো রাজ্যের সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার(Satyendranath Tagore Civil Services Study Centre)! আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের শিক্ষাবর্ষ থেকেই এই প্রস্তুতিপর্ব শুরু করা হবে অনলাইনে প্রিলিমস্ ক্র্যাশ কোর্স (Prelims Crash Course) এবং মক টেস্টের (Mock Test) মাধ্যমে। এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নিন।
প্রসঙ্গত উল্লেখ্য যে আগেও এই সংস্থার তরফে IAS অর্থাৎ Indian Administrative Service এবং IPS অর্থাৎ Indian Police Service Officer সহ একাধিক UPSC এর পদের জন্য প্রস্তুতি পর্বের আয়োজন করা হয়েছে। যুগের সাথে তাল মিলিয়ে এসেছে অনলাইনে Prelims Crash Course এবং Mock Test এর প্রস্তুতির মত বিষয়।
কবে থেকে শুরু হবে ক্লাস?
চলতি বছরের আগামী মাস অর্থাৎ ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে ক্লাস।
কতদিন ধরে চলবে এই ক্লাস?
ক্লাসের সময়সীমা মোট ১২ সপ্তাহের। এর মধ্যেই সমস্ত কোর্সের ক্লাস এবং মক টেস্ট সম্পন্ন করা হবে।
ক্লাসের নির্দিষ্ট সময় কত?
সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্লাস চলবে।
কোর্স ফি:
আবেদনকারীদের ১,৫০০ টাকা করে কোর্স ফি হিসেবে জমা দিতে হবে।
বিঃ দ্রঃ: কোর্সের ফি জমা দেওয়ার জন্য অনলাইন এবং অফলাইন, দুটি ব্যবস্থাই থাকবে। পড়ুয়ারা First Come First Serve এর ভিত্তিতে ভর্তি হবার সুযোগ পাবেন।
আবেদন প্রক্রিয়া:
i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
ii) আবেদনের জন্য প্রার্থীদের প্রথমে সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারের ওয়েবসাইটে গিয়ে একটি নির্দিষ্ট লিঙ্কে প্রবেশ করতে হবে।
iii) এরপরে লিঙ্কে থাকা একটি ফর্ম পূরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এর পর যোগ্য প্রার্থীদের সঙ্গে প্রতিষ্ঠানের তরফে সরাসরি যোগাযোগ করে নেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ:
আগামী ৩০ নভেম্বর বিকেল ৩টের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এই প্রসঙ্গে আরও তথ্য জেনে নিতে হলে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh