পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য প্রকাশিত হলো একটি চাকরির বিজ্ঞপ্তি। ইস্টার্ন রেলওয়ে, মেট্রো রেলওয়ে এবং চিত্তরঞ্জন লোকোমোটিভে 600 এর বেশি পদে কর্মী নিয়োগ করা হবে। নূন্যতম মাধ্যমিক পাশ যোগ্যতা থেকেই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা।
তিনটি আলাদা আলাদা গ্রুপে বিভিন্ন পদে কর্মীদের নিয়োগ করা হবে। Assistant লোকো পাইলট, ট্রেন ম্যানেজার, জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যেকোনো রাজ্য থেকেই উপযুক্ত যোগ্যতা সম্পন্ন চাকরিপ্রার্থীরা শূন্যপদগুলির জন্য আবেদন করতে পারবেন।
ইস্টার্ন রেলওয়ে, মেট্রো রেলওয়ে এবং চিত্তরঞ্জন লোকোমোটিভে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, বয়সসীমা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
পদের নাম-
GROUP-I (E.Rly)
GROUP-I (Metro)
GROUP-II (E.Rly)
GROUP-III (E.Rly)
এই চারটি বিভাগে কর্মীদের নিয়োগ করা হবে। এখানে বিভিন্ন রকম পদ রয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আপনারা প্রতিটি পদ, এবং তাতে কতগুলি করে শূন্য পদ রয়েছে সে সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিতে পারবেন।
শূন্যপদ-
GROUP-I (E.Rly): ৪৭৭ টি
GROUP-I (Metro): ১২ টি
GROUP-II (E.Rly): ১১৭ টি
GROUP-III (E.Rly): ৮৩ টি
আবেদন শুরু-
25/07/2023
আবেদন শেষ-
30/08/2023
বয়সসীমা-
সর্বোচ্চ ৪২ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন। সরকারি নিয়ম মেনে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।
বেতন-
পে লেভেল ২ থেকে পে লেভেল ৬ পর্যন্ত হারে বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা-
- GROUP-I (E.Rly): মাধ্যমিক সহ সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের ITI কোর্স করে থাকতে হবে প্রার্থীদের।
- GROUP-I (Metro): মাধ্যমিক সহ সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের ITI কোর্স করে থাকতে হবে।
- GROUP-II (E.Rly): সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।
- GROUP-III (E.Rly): যে কোনো বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।
বেতনক্রম-
এখানে প্রার্থীদের পে লেভেল 5 অনুসারে বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি-
লিখিত পরীক্ষা এবং মেডিকেল টেস্টের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি-
অনলাইনে আবেদন করতে হবে। ইস্টার্ন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে প্রয়োজনীয় নথি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তারপর আবেদন পত্র পূরণ করে অন্যান্য শিক্ষাগত যোগ্যতার প্রমাণ আপলোড করার পর আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।