HomeJob updatesভারতীয় পোস্ট অফিসে বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। জেনে নিন বিস্তারিত।

ভারতীয় পোস্ট অফিসে বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। জেনে নিন বিস্তারিত।

কেন্দ্রীয় সরকারের পোস্ট অফিসে কর্মী নিয়োগ করা হবে বিভিন্ন বিভাগে। সম্প্রতি এই বিষয়ে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। মূলত প্রতিটি পোস্টই Group-C এর। রয়েছে অনেকগুলি শূন্যপদ। আবেদন প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয়ে জেনে নিন বিস্তারিত।

নোটিশ নং:

W-17/55/2022-SPN-I

নোটিশ প্রকাশের তারিখ:

08/11/2023

1. পদের নাম:

Postal Assistant

শূন্যপদ:

এই বিভাগে মোট 598 টি শূন্যপদ আছে।

আবশ্যিক যোগ্যতা:

আবেদনকারী প্রার্থীদের অবশ্যই যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন উত্তীর্ণ (Graduation Passed) হবার সঙ্গে কম্পিউটারের অভিজ্ঞতা (Experience about Computer) সম্পন্নও হতে হবে।

পদের নাম:

Sorting Assistant

শূন্যপদ:

মোট 143 টি শূন্যপদ আছে।

আবশ্যিক যোগ্যতা:

প্রার্থীদের স্নাতক উত্তীর্ণ হবার সাথে সাথে কম্পিউটারের বিষয়ে অভিজ্ঞতা (Experience about Computer) অর্জন করে থাকতে হবে।

3. পদের নাম:

Postman and Mail Guard

See also  7th পে কমিশন অনুযায়ী বাড়বে কেন্দ্রের কর্মচারীদের বেসিক পে, বড় ঘোষণা কেন্দ্রের।

শূন্যপদ:

এখানে মোট 587 টি শূন্যপদ রয়েছে।

আবশ্যিক যোগ্যতা:

প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাশের (Higher Secondary Passed) সাথে কম্পিউটারের বিষয়ে অভিজ্ঞতা (Experience about Computer) থাকতে হবে।

4. পদের নাম:

MTS

শূন্যপদ:

এখানে 570 টি শূন্যপদ রয়েছে।

আবশ্যিক যোগ্যতা:

প্রার্থীদের নুন্যতম মাধ্যমিক পাশের (Secondary Passed) সাথে কম্পিউটারের বিষয়ে অভিজ্ঞতা (Experience about Computer) অর্জন করে থাকতে হবে।

বয়সসীমা:

উপরোক্ত সমস্ত পদগুলির ক্ষেত্রেই প্রার্থীদের বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন:

সমস্ত প্রার্থীকে পদ অনুযায়ী লেভেল 1 থেকে লেভেল 4 পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি:

i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
ii) প্রার্থীদের প্রথমে ওয়েবসাইটে (Website) গিয়ে নিজেদের নাম রেজিস্টার (Registreer) করতে হবে।
iii) নাম রেজিষ্টার করার পরে প্রার্থীদের নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ (Form Fillup) করতে হবে।
iv) এরপর প্রার্থীকে নিজের ছবি এবং সই আপলোড (Photo and Signature Upload) করতে হবে।
v) সবশেষে প্রার্থীকে আবেদন মূল্য জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আবেদন মূল্য:

i) Female/ SC / ST/ PwBD প্রার্থীদের কোনো আবেদন মূল্য লাগবে না।
ii) GEN / OBC / EWS/Male প্রার্থীদের 100 টাকা করে আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে।

See also  নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, জানুন বিস্তারিত।

নিয়োগ পদ্ধতি:

এখানে প্রার্থীদের স্পোর্টস কোটার (Sports Quota) মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদনের তারিখ:

09/12/2023 পর্যন্ত এখানে আবেদন করা যাবে।

Important Link:

Official Website: Click Here

এই প্রসঙ্গে আরো বিস্তারিত তথ্যের জন্য পোষ্ট অফিসের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন।

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular