HomeJob updatesভারতীয় নৌসেনায় প্রচুর শূন্যপদে চাকরির সুযোগ, বিস্তারিত জানুন।

ভারতীয় নৌসেনায় প্রচুর শূন্যপদে চাকরির সুযোগ, বিস্তারিত জানুন।

অনেকের সুপ্ত বাসনা (Hidden Dream) থাকে দেশের জন্য কিছু করার। দেশের জন্য জীবন দিতেও তাঁরা প্রস্তুত। ভারতীয় সেনা বিভাগের যেকোনো অংশে ভাগ নিতে চান তাঁরা। তাঁদের জন্য এবার সুখবর। সম্প্রতি ভারতীয় নৌসেনা, আন্দামান ও নিকোবর শাখার পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেনে নিন বিস্তারিত। (Indian Navy Recruitment)

পদের নাম:

Tradesman Mate

মোট শূন্যপদ:

৩৬২ টি। (UR- ১৪৪ টি, OBC- ৯৭ টি, SC- ৫৩ টি, ST- ২৬ টি, EWS- ৩৫ টি, ExSM- ৩৫ টি, PwBD- ১৫ টি।)

শিক্ষাগত যোগ্যতা:

ইচ্ছুক প্রার্থীরা ভারতের যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে নুন্যতম মাধ্যমিক পাশ (Madhyamik Passed) সহ যেকোনো শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে প্রাসঙ্গিক ট্রেডে প্রশিক্ষণের সার্টিফিকেট (Certificate) অর্জন করলেই আবেদন করতে পারবেন।

মাসিক বেতন:

নিযুক্ত ব্যক্তিকে ভারতীয় সেনার সপ্তম বেতন কমিশন অনুযায়ী নূন্যতম ১৮,০০০/- টাকা থেকে সর্বাধিক ৫৬,৯০০/- টাকা বেতন প্রদান করা হবে।

বয়সসীমা:

i) আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।
ii) তবে বয়সের ক্ষেত্রে তপশিলি জাতিভুক্ত প্রার্থীরা ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর জাতিভুক্ত প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন।
iii) এছাড়া শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি:

i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
ii) আবেদনের জন্য প্রার্থীকে ভারতীয় সেনার অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে প্রথমে নিজেদের রেজিস্ট্রেশান (Name Registration) সম্পন্ন করতে হবে।
iii) এরপরে নির্দেশ অনুযায়ী ধাপে ধাপে (Step by Step) অনলাইন আবেদনপত্রটি পূরণ করতে হবে নির্ভুল ভাবে।
iv) এর সাথে অবশ্যই প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান (Document Scan) করে আপলোড করতে হবে।
v) সবশেষে আবেদন সাবমিট করে রিসিপ্ট কপি (Receipt Copy) ডাউনলোড করে নিতে হবে।

নিয়োগ পদ্ধতি:

i) Written Exam
ii) Physical Ability Test
iii) Document Verification
এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

লিখিত পরীক্ষার তারিখ, সময় এবং স্থান আবেদনকারীদের যথাসময়ে এসএমএস অথবা ইমেইলের (SMS or Email) মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আবেদন শুরুর তারিখ:

আগামী ২৬ আগস্ট, ২০২৩

আবেদন শেষের তারিখ:

আগামী ২৫ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত আবেদন করা যাবে।

নিয়োগ সংক্রান্ত আরো তথ্যের জন্য প্রার্থীরা ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular