HomeJob updatesপ্রকাশিত হলো গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পদে চাকরির বিজ্ঞপ্তি! জেনে রাখুন বিস্তারিত।

প্রকাশিত হলো গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পদে চাকরির বিজ্ঞপ্তি! জেনে রাখুন বিস্তারিত।

দেরাদুনের Indian Military Academy তে Group-C এবং Group-D পদের জন্য করা হবে বিভিন্ন পদে নিয়োগ। পদগুলিতে আবেদনের জন্য ভারতীয় নাগরিক হলেই হবে।আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানুন এই প্রতিবেদনের মাধ্যমে। (Indian Military Academy Recruitment 2023)

নোটিশ নং:

CBC-10628/11/0010/2324

1. পদের নাম:

LDC

শূন্যপদ:

3 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা:

i) আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ (Higher Secondary Passed) করে থাকতে হবে।
ii) প্রার্থীর Computer এ ইংরেজিতে 35 wpm Typing Speed থাকতে হবে।

বয়সসীমা:

আবেদনকারীর বয়স 18 বছর থেকে 25 বছর বয়সের মধ্যে হতে হবে।

বেতন:

নিযুক্ত ব্যক্তিকে পে লেভেল 2 অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।

2. পদের নাম:

MT Driver

শূন্যপদ:

7 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা:

i) আবেদনকারীকে অবশ্যই যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ (Secondary Examination) করে থাকতে হবে।
ii) প্রার্থীকে Heavy Vehicle চালানোর জন্য Driving Licence এবং অন্তত দুই বছরের অভিজ্ঞতা (Experience) থাকতে হবে গাড়ি চালানোর বিষয়ে।

বয়সসীমা:

আবেদনকারীর বয়স 18 বছর থেকে 27 বছরের মধ্যে হতে হবে।

বেতন:

নিযুক্ত ব্যক্তিকে পে লেভেল 2 অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।

3. পদের নাম:

Waiter

শূন্যপদ:

1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা:

i) প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ (Secondary Examination) করে থাকতে হবে।
ii) যেসব প্রার্থীর সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা (Experience) থাকবে তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা:

আবেদনকারীর বয়স 18 বছর থেকে 25 বছরের মধ্যে হতে হবে।

বেতন:

নিযুক্ত ব্যক্তিকে পে লেভেল 1 অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।

4. পদের নাম:

Cook

শূন্যপদ:

2 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা:

i) প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ (Secondary Examination) করে থাকতে হবে।
ii) প্রার্থীর ভারতীয় রান্না সম্পর্কে জ্ঞান এবং অভিজ্ঞতা (Knowledge and Experience) থাকতে হবে।

বয়সসীমা:

আবেদনকারীর বয়স 18 বছর থেকে 25 বছরের মধ্যে হতে হবে।

বেতন:

পে লেভেল 2 অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।

5. পদের নাম:

MTS (Chowkidar)

শূন্যপদ:

1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা:

i) প্রার্থীকে অবশ্যই যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
ii) যেসব প্রার্থীর সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা (Experience) থাকবে তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা:

আবেদনকারীর বয়স 18 বছর থেকে 25 বছরের মধ্যে হতে হবে।

বেতন:

পে লেভেল 1 অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।

6. পদের নাম:

Groundsman

শূন্যপদ:

1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা:

প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা (Experience) থাকতে হবে।

বয়সসীমা:

আবেদনকারীর বয়স 18 বছর থেকে 25 বছরের মধ্যে হতে হবে।

বেতন:

পে লেভেল 1 অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।

7. পদের নাম:

Groom

শূন্যপদ:

1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা:

প্রার্থীকে অবশ্যই যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে।

বয়সসীমা:

আবেদনকারীর বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে।

বেতন:

পে লেভেল 1 অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।

8. পদের নাম:

MTS (Messenger)

শূন্যপদ:

1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা:

i) প্রার্থীকে অবশ্যই যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
ii) যেসব প্রার্থীর সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা (Experience) থাকবে তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা:

আবেদনকারীর বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে।

বেতন:

পে লেভেল 1 অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি:

i) আবেদন করা যাবে শুধুমাত্র অফলাইনে(Offline)।
ii) আবেদনের জন্য আবেদনকারীদের প্রথমে ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদনপত্রটি ডাউনলোড (Download the Application) করে নিতে হবে।
iii) এরপরে আবেদনপত্রটি নিজের সমস্ত প্রয়োজনীয় নথি যেমন পরিচয়পত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের জেরক্স এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সহ পূরণ করে একটি খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। সাথে দিতে হবে আবেদন মূল্যও।

আবেদন পাঠাবার ঠিকানা:

Commandant,
Indian Military Academy,
Dehradun (Uttarakhand)- 248007

আবেদন মূল্য:

শুধুমাত্র General Category ভুক্ত প্রার্থীদের আবেদন মূল্য বাবদ 50 টাকা দিতে হবে।

নিয়োগ পদ্ধতি:

i) Written Exam
ii) Skill Test
এর মাধ্যমে এখানে প্রার্থীদের নির্বাচিত করা হবে।

আবেদনের শেষ তারিখ:

আগামী 16/10/2023 তারিখ পর্যন্ত এখানে আবেদন পাঠানো যাবে।

নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্যের জন্য বিজ্ঞপ্তিটি (Notification) পড়ুন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular