HomeJob updatesইন্ডিয়ান কোস্ট গার্ডে Group-A পদে চাকরি, জানুন বিস্তারিত।

ইন্ডিয়ান কোস্ট গার্ডে Group-A পদে চাকরি, জানুন বিস্তারিত।

Indian Coast Guard-এর তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে Group-A পদে বহু সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। আবেদন প্রক্রিয়া সহ সমস্ত বিষয়ে বিস্তারিত জানতে হলে পড়ুন প্রতিবেদনটি। (Indian Coast Guard Recruitment 2023)

1. পদের নাম:

Commercial Pilot License

যোগ্যতা:

i) আবেদনে ইচ্ছুক প্রার্থীদের Physics এবং Mathematics এ 55% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।
ii) এছাড়াও প্রার্থীর Commercial Pilot এর License থাকতে হবে।

বয়সসীমা:

i) আবেদনকারীর সর্বোচ্চ বয়স 25 বছর হতে হবে।
ii) সংরক্ষিত শ্রেণীর (Reserved Category) প্রার্থীরা বয়সের ক্ষেত্রে সরকারি নিয়মে কিছুটা ছাড় পাবেন।

2. পদের নাম:

General Duty

শূন্যপদ:

এখানে 25 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা:

i) আবেদনকারীদের অবশ্যই পুরুষ (Male Candidates) হতে হবে।
ii) প্রার্থীদের Higher Secondary তে Physics এ 55% এবং Graduation এ Mathematics 60% নম্বর নিয়ে উত্তীর্ণ হয়ে থাকতে হবে।

See also  হলদিয়া শিল্পাঞ্চল অঞ্চলের ইন্ডিয়ান ওয়েলের পক্ষ থেকে প্রকাশিত হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, জানুন বিস্তারিত।

বয়সসীমা:

i) আবেদনকারীর সর্বোচ্চ বয়স 25 বছরের মধ্যে হতে হবে।
ii) সংরক্ষিত শ্রেণীর (Reserved Category) প্রার্থীরা বয়সের ক্ষেত্রে সরকারি নিয়মে কিছুটা ছাড় পাবেন।

3. পদের নাম:

Law Entry

শূন্যপদ:

এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা:

আবেদনে ইচ্ছুক প্রার্থীদের 60% নম্বর সহ Law পাশ করে থাকতে হবে।

বয়সসীমা:

i) আবেদনকারীর বয়স সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে।
ii) সংরক্ষিত শ্রেণীর (Reserved Category) প্রার্থীরা বয়সের ক্ষেত্রে সরকারি নিয়মে কিছুটা ছাড় পাবেন।

4. পদের নাম:

Tech

শূন্যপদ:

এখানে 20 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা:

i) আবেদনকারীদের অবশ্যই পুরুষ (Male Candidates) হতে হবে।
ii) প্রার্থীদের Higher Secondary তে Physics এ এবং Mathematics এ 55% এবং Enginnering এ উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা:

i) আবেদনকারীদের বয়স সর্বোচ্চ 25 বছর পর্যন্ত হতে হবে।
ii) সংরক্ষিত শ্রেণীর (Reserved Category) প্রার্থীরা বয়সের ক্ষেত্রে সরকারি নিয়মে কিছুটা ছাড় পাবেন।

নিয়োগ পদ্ধতি:

Written Test এর মাধ্যমে প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি:

i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
ii) আবেদনের জন্য প্রার্থীদের প্রথমে ওয়েবসাইটে (Website) গিয়ে অনলাইন পোর্টাল (Online Portal) এ গিয়ে ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক (Click On Option) করতে হবে।
iii) তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড (Upload Photocopy of important Documents and Passport Size Photo) করতে হবে। এর পরে আবেদন মূল্য দিয়ে ফর্মটি সাবমিট (Form Submit) করে দিতে হবে।

See also  7th পে কমিশন অনুযায়ী বাড়বে কেন্দ্রের কর্মচারীদের বেসিক পে, বড় ঘোষণা কেন্দ্রের।

আবেদন মূল্য:

GEN, OBC, EWS প্রার্থীদের 250 টাকা আবেদন মূল্য বাবদ দিতে হবে।

আবেদন শুরু:

01/09/2023

আবেদনের শেষ দিন:

15/09/2023

নিয়োগ সংক্রান্ত আরো তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular