HomeJob updatesমোটা বেতনের চাকরির সুযোগ ইন্ডিয়ান ব্যাঙ্কে, জানুন বিস্তারিত।

মোটা বেতনের চাকরির সুযোগ ইন্ডিয়ান ব্যাঙ্কে, জানুন বিস্তারিত।

ভারতের প্রসিদ্ধ ব্যাঙ্কিং সংস্থা Indian Bank এর তরফে সম্প্রতি নিয়োগের (Recruitment) কথা জানিয়ে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি (Notification) প্রকাশিত হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক (Indian Citizen) তথা পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই আবেদন করা যাবে এই পদের জন্য। আজকের এই প্রতিবেদনে আবেদন প্রক্রিয়া সহ এই নিয়োগের বিষয়ে আরো বিস্তারিত জানানো হলো। (Indian Bank Recruitment)

পদের নাম:

i) Deputy Vice President (NR Products)
ii) Vice President (Training, Products and Regulatory Reporting)
iii) Assistant Vice President (Training, Products and Regulatory Reporting)
iv) Vice President ( NR Business)
v) Assistant Vice President (NR Products)
vi) Assistant Vice President (Remittance)

শূন্যপদের সংখ্যা:

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে এই বিষয়ে কিছু জানানো হয়নি।

বয়সসীমা:

i) উপরোক্ত প্রথম পাঁচটি পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৬৩ বছরের মধ্যে হতে হবে।
ii) উপরোক্ত সর্বশেষ পদের জন্য আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৬৮ বছরের মধ্যে হতে হবে।

See also  7th পে কমিশন অনুযায়ী বাড়বে কেন্দ্রের কর্মচারীদের বেসিক পে, বড় ঘোষণা কেন্দ্রের।

শিক্ষাগত যোগ্যতা:

i) আবেদনে ইচ্ছুক প্রার্থীকে Certificate Associate of Indian Institute Bankers থেকে Certificate সহ স্নাতক স্তরে (Graduation Level) উত্তীর্ণ হতে হবে।
ii) প্রতিটি পদের ক্ষেত্রে সংশ্লষ্ট কাজের অভিজ্ঞতা (Work Experience) থাকতে হবে প্রার্থীর। আরো বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

মাসিক বেতন:

নিযুক্ত প্রার্থীকে কেন্দ্রীয় সরকারের বেতন কমিশনের পে মেট্রিক্স (Commission Pay Matrix) অনুযায়ী মাসিক বেতন প্রদান করা হবে।

আবেদন পদ্ধতি:

i) আবেদন করা যাবে শুধুমাত্র অফলাইনে(Offline)।
ii) ইচ্ছুক চাকরিপ্রার্থীদের নিজের সমস্ত জরুরি তথ্য (Important Document) সমেত আবেদনপত্র একটি মুখবন্ধ খামের (Sealed Envelope) মধ্যে ভরে জমা দিতে হবে।
iii) প্রার্থীকে অবশ্যই আবেদনপত্রটি জমা দেবার পূর্বে খামের উপর “Application for Engagement as Specialists on Contractual Basis for Non Resident Business Vertical” কথাটি উল্লেখ করতে হবে।

আবেদন ফি:

i) প্রত্যেক আবেদনকারীর জন্য এককালিন ১০০০/- টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।
ii) আবেদন ফি দেওয়া যাবে ইন্টারনেট ব্যাঙ্কিং, এনইএফটি, আরটিজিএস(Net Banking, NEFT, RTGS)-এর মাধ্যমে।

যে অ্যাকাউন্ট (Account) এ আবেদন ফি জমা দিতে হবে তার অ্যাড্রেস(Address):

See also  দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

Account Name : Specialists for Non Resident Business Vertical 2023
Account No : 7562818787
Bank & Branch : Indian Bank, Royapettah
Account Type : Current Account
IFSC Code : IDIB000R021

আবেদনপত্রে জমা দেওয়ার ঠিকানা:

General Manager (HRM),
Indian Bank Corporate Office,
HRM Department, Recruitment Section 254-260,
Avvai Shanmugham Salai,
Royapettah, Chennai,
Tamil Nadu- 600 014

আবেদনের শেষ তারিখ:

আগামী ১৪ই আগস্ট, ২০২৩

এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চাইলে সংস্থার ওয়েবসাইটে (Website) গিয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিটি (Published Notification) দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular