HomeJob updatesআয়কর বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

আয়কর বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ ফিনান্সের (Ministry of Finance) অধীনস্থ ইনকাম ট্যাক্স (Income Tax) দফতরে নিয়োগ করা হবে কর্মী। চুক্তিভিত্তিক পদ্ধতিতে এই নিয়োগের কথা জানিয়ে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। ভারত তথা পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই আবেদন করা যাবে এই পদের জন্য। আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে হলে পড়ুন প্রতিবেদনটি। (Income Tax Department Recruitment 2023)

নোটিশ নং:

Pr.CCIT/WBS/Admn/DC/Gen/YPS/2023-24/

পদের নাম:

Young Professional

শূন্যপদ:

এখানে মোট 4 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা:

আবেদনকারী প্রার্থীদের Law এ Graduate অথবা Post Graduate/Chartard Accountant বিষয়ে 50%নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা:

আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বোচ্চ 35 বছর বয়স হতে হবে।

মাসিক বেতন:

নির্বাচিত প্রার্থীদের এখানে মাসিক 40,000 টাকা করে বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি:

i) Screening
ii) Interview
এর মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি:

i) আবেদন করা যাবে শুধুমাত্র অফলাইনে(Offline)।
ii) আবেদনের জন্য বিজ্ঞপ্তিটি পড়ুন এবং বিজ্ঞপ্তির 4 নং পাতায় আবেদন পত্রটি পাবেন। সেটি প্রিন্ট (Print Out) করিয়ে ফিলাপ (Fillup) করতে হবে।
iii) আবেদনপত্রের সাথে সমস্ত প্রয়োজনীয় নথি (Important Document) যেমন পরিচয়পত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের জেরক্স এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
অথবা,
ফিলাপ করা আবেদনপত্রটি প্রয়োজনীয় নথি সংযুক্ত করে ইমেলেও পাঠানো যেতে পারে।

আবেদন পাঠাবার ঠিকানা:

Office Of The Principal Chief Commissioner Of Income Tax, West
Bengal & Sikkim, Aayakar Bhawan, P-7, Chowringhee Square, Kolkata – 700 069

ইমেল পাঠানোর ঠিকানা:

kolkata.dcit.hq.admin.vig@incometax.gov.in

কাজের সময়সীমা:

এক বছরের চুক্তিতে প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে।

নিয়োগ স্থান:

কলকাতা

আবেদনের শেষ তারিখ:

10/09/2023 তারিখের 03:00 PM এর মধ্যে এখানে অফলাইনে আবেদন করে ফেলতে হবে ইচ্ছুক প্রার্থীদের।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানতে হলে প্রার্থী ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular