রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি আয়কর ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে কর্মী নিয়োগের(Income Tax Recruitment 2023) একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কর্মীদের প্রতিমাসে দেওয়া হবে মোটা অঙ্কের বেতন।
ভারতের যেকোনো রাজ্যের নাগরিক হলেই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা উপযুক্ত যোগ্যতাসম্পন্ন হলে শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন।
Income Tax Recruitment 2023 তে নিয়োগের বেতন(Salary), আবেদন পদ্ধতি, আবেদনের তারিখ ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো। আপনারা চাইলে অফিসিয়াল নোটিফিকেশনটি(Official Notification) ডাউনলোড করে সমস্ত বিষয়গুলি সম্পর্কে আরো বিশদে জেনে নিতে পারবেন।
পদের নাম-
ইয়ং প্রফেশনাল
মাসিক বেতন-
প্রতিমাসে বেতন দেওয়া হবে ৪০,০০০ টাকা।
আবেদন শেষ-
10/09/2023
নিয়োগ পদ্ধতি-
প্রার্থীদের স্ক্রিনিং টেস্ট করা হবে। তারপর ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে।
আবেদন পদ্ধতি-
প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন(Offline Recruitment) করতে হবে।
অফলাইনে আবেদনের জন্য প্রথমে প্রার্থীকে অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করতে হবে। নোটিফিকেশনের নিচে থাকা আবেদন পত্রটি প্রিন্ট আউট করে সেটি পূরণ করতে হবে। আবেদনপত্রর সাথে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট সংযুক্ত করার পর নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট তারিখের মধ্যে পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা-
Office Of The Principal Chief Commissioner Of Income Tax,
West Bengal & Sikkim,
Aayakar Bhawan, P-7,
Chowringhee Square,
Kolkata – 700069
Important Link-
Official Website: Click Here