HomeEducation Newsআইআইটি মাদ্রাসে বিনামূল্যে ‘Out of the Box Thinking’ কোর্স চালু, ক্লাস হবে...

আইআইটি মাদ্রাসে বিনামূল্যে ‘Out of the Box Thinking’ কোর্স চালু, ক্লাস হবে অনলাইনে।

IIT Madras Pravartak Technologies Foundation সম্প্রতি ‘Out of the Box Thinking’ (OOBT) কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অংকের মাধ্যমে এই কোর্সটি চলবে। সমস্ত কোর্সটি করানো হবে অনলাইনের মাধ্যমে। আইআইটির তরফ থেকে জানানো হয়েছে এই কোর্সের লক্ষ্য হলো ক্রিয়েটিভ চিন্তাভাবনার বহিঃপ্রকাশ করা। সম্পূর্ণ বিনামূল্যে এই কোর্সটি করানো হবে, আলাদা করে প্রার্থীদের কোনরকম টাকা পেমেন্ট করতে হবে না। ছাত্র-ছাত্রীরা, কর্মরত প্রার্থীরা এবং যারা রিসার্চ এর সাথে যুক্ত আছেন, তারাও এই কোর্সের অংশ হতে পারবেন।

‘Out of the Box Thinking’ (OOBT) প্রোগ্রামের রয়েছে চারটি লেভেল। প্রত্যেকটি লেভেল চলবে দশ সপ্তাহ ধরে। পিরিওডিক অ্যাসেসমেন্ট এবং সমাধানের মধ্য দিয়ে চলবে চারটি লেভেল। সর্বশেষ পরীক্ষা হতে পারে ভারতের সিলেক্টেড কিছু শহরে। উত্তীর্ণ প্রার্থীরা IITM Pravartak এর তরফ থেকে পরীক্ষার পারফরম্যান্স এর উপর ভিত্তি করে একটি গ্রেড সার্টিফিকেট পাবেন।

বর্তমানে আইআইটি মাদ্রাসের পক্ষ থেকে লেভেল ৩ এবং ৪ এর পরীক্ষা আয়োজন করা হচ্ছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে 14/08/2023 থেকে 20/9/2023 পর্যন্ত।

Official Website: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular