HomeJob updatesIIT খড়গপুরে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ, জানুন বিস্তারিত।

IIT খড়গপুরে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ, জানুন বিস্তারিত।

সম্প্রতি IIT খড়গপুর সংস্থার তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে বিভিন্ন পদে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হবে।

পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে যোগ্য চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। (IIT Kharagpur Recruitment)

IIT খড়গপুরে নিয়োগের আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন সহ বিস্তারিত তথ্য নিম্নে আলোচনা করা হলো।

পদের নাম-

Junior Executive
Junior Accounts Officer
Junior Technical Superintendent
Junior Engineer
Medical Laboratory Technician
Staff Nurse
Senior Library Information Assistant
Physcical Training Instructor
Assistant Security Officer Gr.-II
Junior Assistant
Junior Technician/Junior Labaroty Assistant
Security Inspector
Driver Grade II

মোট শূন্যপদ-

মোট ১৫৩ টি শূন্যপদে নিয়োগ করা হবে।

মাসিক বেতন-

  • Junior Executive: মাসিক ৩৫৪০০ টাকা থেকে ১১২৪০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
  • Junior Accounts Officer:মাসিক ৩৫৪০০ টাকা থেকে ১১২৪০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
  • Junior Technical Superintendent:মাসিক ৩৫৪০০ টাকা থেকে ১১২৪০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
  • Junior Engineer:মাসিক ৩৫৪০০ টাকা থেকে ১১২৪০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
  • Medical Laboratory Technician:মাসিক ৩৫৪০০ টাকা থেকে ১১২৪০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
  • Staff Nurse:মাসিক ৩৫৪০০ টাকা থেকে ১১২৪০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
  • Senior Library Information Assistant:মাসিক ৩৫৪০০ টাকা থেকে ১১২৪০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
  • Physcical Training Instructor:মাসিক ৩৫৪০০ টাকা থেকে ১১২৪০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
  • Assistant Security Officer Gr.-II:মাসিক ৩৫৪০০ টাকা থেকে ১১২৪০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
  • Junior Assistant: মাসিক ২১৭০০ টাকা থেকে ৬৯১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
  • Junior Technician/Junior Labaroty Assistant:মাসিক ২১৭০০ টাকা থেকে ৬৯১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
  • Security Inspector:মাসিক ২১৭০০ টাকা থেকে ৬৯১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
  • Driver Grade II:মাসিক ২১৭০০ টাকা থেকে ৬৯১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
See also  হলদিয়া শিল্পাঞ্চল অঞ্চলের ইন্ডিয়ান ওয়েলের পক্ষ থেকে প্রকাশিত হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, জানুন বিস্তারিত।

আবেদন শুরু-

05/06/2023

আবেদন শেষ-

31/07/2023

বয়সসীমা-

নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরে বয়সী চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন।

Junior Assistant, Junior Technician/ Junior Laboratory Assistant, Security Inspector, Driver Grade-II পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স নূন্যতম ১৮ থেকে সর্বোচ্চ ২৫ বছর হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

আবশ্যিক যোগ্যতা-

  • Junior Executive: আবেদনকারীকে যেকোনো বিষয়ে তিন বছরের ব্যাচেলর ডিগ্রীপ্রাপ্ত হতে হবে।
  • Junior Accounts Officer: আবেদনকারীকে কমার্স বা BBA তে ব্যাচেলর ডিগ্রীপ্রাপ্ত হতে হবে।
  • Junior Technical Superintendent: চাকরিপ্রার্থীকে তিন বছরের ডিপ্লোমাধারী হতে হবে।
  • Junior Engineer: আবেদনকারীকে ইঞ্জিনিয়ার বা আর্কিটেকচার বিষয়ে ব্যাচেলর ডিগ্রীপ্রাপ্ত হতে হবে।
  • Medical Laboratory Technician: আবেদনকারীকে ফিজিওথেরাপি(BTP)বিষয়ে ব্যাচেলার ডিগ্রীপ্রাপ্ত হতে হবে।
  • Staff Nurse: আবেদনকারীকে সংশ্লিষ্ট বিষয়ে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।
  • Senior Library Information Assistant: আবেদনকারীকে লাইব্রেরি সায়েন্স/লাইব্রেরি /ইনফরমেশন সাইন্স বিষয়ে ব্যাচেলার ডিগ্রীপধারী হতে হবে।
  • Physcical Training Instructor: আবেদনকারীকে ফিজিক্যাল এডুকেশনে ব্যাচেলার ডিগ্রিধারী হতে হবে।
  • Assistant Security Officer Gr.-II: আবেদনকারীকে যে কোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রীপ্রাপ্ত হতে হবে।
  • Junior Assistant: আবেদনকারীকে তিন বছরের ব্যাচেলর ডিগ্রী প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ হতে হবে।
  • Junior Technician/Junior Labaroty Assistant: আবেদনকারীকে বিজ্ঞান বিষয়ে ব্যাচেলর ডিগ্রীপ্রাপ্ত অথবা ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমাধারী হতে হবে।
  • Security Inspector: আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।
  • Driver Grade II: আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে।
See also  দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

আবেদন মূল্য-

আবেদন করার জন্য SC/ ST/ PWD/ Women চাকরিপ্রার্থীদের ২৫০/- টাকা এবং অন্যান্য চাকরিপ্রার্থীদের ৫০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।

আবেদন পদ্ধতি-

যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক , তাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। www.iitkgp.ac.in ওয়েবসাইটে গিয়ে প্রথমে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। প্রার্থীর একটি বৈধ মোবাইল নম্বর এবং একটি বৈধ ইমেইল আইডি থাকা বাধ্যতামূলক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular