HomeJob updatesIIT খড়্গপুরে একাধিক বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। জানুন বিস্তারিত।

IIT খড়্গপুরে একাধিক বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। জানুন বিস্তারিত।

IIT Kharagpur অর্থাৎ Indian Institute of Technology, Kharagpur এ একাধিক বিভাগে শিক্ষক নিয়োগের কথা জানিয়ে প্রতিষ্ঠানের তরফে অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) জারি হলো বিজ্ঞপ্তি। কোন বিভাগে নিয়োগ, কী আবেদন পদ্ধতি ইত্যাদি বিস্তারিত জানতে চাইলে প্রতিবেদনটি (Article) সম্পূর্ণ পড়ুন।

কোন বিভাগে নিয়োগ করা হবে এই প্রতিষ্ঠানে?

প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ যেমন:
১) Biotechnology and Bioscience
২) Engineering and Artitechture
৩) Science
৪) Humanities
৫) Social Science
৬) Economic Science
৭) Interdisciplinary Science
৮) Law and Management
– বিভাগগুলির জন্য নিয়োগ করা হবে।

পদের নাম:

i) Professor
ii) Associate Professor
iii) Assistant Professor Grade-1
iv) Assistant Professor Grade-2

শূন্যপদ:

উল্লেখ করা হয়নি।

বয়সসীমা:

আবেদনকারীর বয়স ৩৫ বছরের কম হতে হবে।

বেতনক্রম:

পদের ভিন্নতায় বেতনক্রম ভিন্ন। যেমন:
i) Professor পদের জন্য বেতনক্রম হবে মাসিক ১,৫৯,১০০-২,২০,২০০ টাকা পর্যন্ত।
ii) Associate Professor পদের জন্য বেতনক্রম হবে মাসিক ১,৩৯,৬০০-২,১১,৩০০ টাকা পর্যন্ত।
iii) Assistant Professor Grade-1 এবং Assistant Professor Grade-2 পদের জন্য বেতনক্রম হবে মাসিক ১,০১,৫০০-১,৬৭,৪০০ টাকা পর্যন্ত।

See also  হলদিয়া শিল্পাঞ্চল অঞ্চলের ইন্ডিয়ান ওয়েলের পক্ষ থেকে প্রকাশিত হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, জানুন বিস্তারিত।

আবশ্যিক যোগ্যতা:

  • i) প্রতিটি পদের ক্ষেত্রেই আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উপযুক্ত কোনো বিষয়ে Phd অথবা শেষ প্রাপ্ত ডিগ্রিতে First Class থাকতে হবে।
  • ii) ইচ্ছুক প্রার্থীর সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা (Experience) থাকতে হবে।

নিয়োগ পদ্ধতি:

  • i) প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) এবং পেশাদারি অভিজ্ঞতার (Experience) মাধ্যমে প্রাথমিক ভাবে বাছাই হবে।
  • ii) নির্বাচিত প্রার্থীদের মধ্যে এরপর সরাসরি ইন্টারভিউয়ের (Direct Interview) মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।

আবেদন পদ্ধতি:

প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (Website) গিয়ে নিজের জরুরি নথি (Important Document) সঙ্গে নিয়ে আবেদন করতে হবে বিভিন্ন পদের জন্য আলাদা ভাবে।

আবেদনের শেষ তারিখ:

আগামী ৩১ জুলাই।

এই বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (Official Website) যেতে হবে।

Important Link:
Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular