HomeJob updatesখড়্গপুর IIT-তে মোটা অঙ্কের বেতনে চাকরি, জানুন বিস্তারিত।

খড়্গপুর IIT-তে মোটা অঙ্কের বেতনে চাকরি, জানুন বিস্তারিত।

IIT খড়্গপুরে Agriculture and Food Engineering Department এর গবেষণা সংক্রান্ত কাজে চাকরির সুযোগ। সম্প্রতি নিয়োগের কথা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। তিনটি ভিন্ন পদে নিয়োগ করা হবে প্রার্থীদের। বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।

পদের নাম:

i) Senior Research Fellow
ii) Research Associate
iii) Project Technical Assistant

মোট শূন্যপদ:

পাঁচটি।

বয়সসীমা:

i) Senior Research Fellow: ৩২ বছর
ii) Research Associate: ৩৫ বছর
iii) Project Technical Assistant: ২৫ বছর

সংরক্ষিত শ্রেণীর (Reserved Category) প্রার্থীরা বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় পাবেন।

মাসিক বেতন:

i) Senior Research Fellow: ৩৫ হাজার টাকা।
ii) Research Associate: ৫৪ হাজার টাকা।
iii) Project Technical Assistant: ২৫ হাজার টাকা।

মাসিক বেতন ধার্য করার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতাকে(Educational Qualification and Work Experience)।

গবেষণা প্রকল্পটির নাম:

Self Life Study of Fortified Rice/ Fortified Rice Kernels (SLS)

See also  নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, জানুন বিস্তারিত।

প্রকল্পটিতে আর্থিক সহায়তা করবে কেন্দ্রীয় সংস্থা Food Corporation of India অর্থাৎ DCI!

আবশ্যিক যোগ্যতা:

i) আবেদনকারীদের আবেদনের জন্য Food Science and Technology/ Bio Science/ Microbiology/ Biochemistry অথবা সম্পর্কিত বিষয়ে স্নাতক (Graduated) হতে হবে।
ii) এ ছাড়াও প্রার্থীর খাদ্যগুণ পরীক্ষার সমস্ত নিয়মবিধি সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
iii) বিজ্ঞপ্তিতে আবশ্যিক যোগ্যতা বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

আবেদন প্রক্রিয়া:

i) আবেদন করা যাবে অনলাইনে(Online)।
ii) আগ্রহীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (Website) গিয়ে সমস্ত নথি-সহ পদগুলিতে আবেদন জানাতে পারবেন।

আবেদন ফি:

এই পদে আবেদনের জন্য ১০০ টাকা জমা দিতে হবে।

অন্য পদগুলির জন্য কোনও আবেদনমূল্য (Application Fee) জমা দিতে হবে না।

আবেদনের শেষ দিন:

আগামী ১৮ অগাস্ট।

এই বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট (Website) দেখতে হবে।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular