HomeJob updatesগবেষণা সংক্রান্ত কাজে IIT খড়্গপুরে কর্মী নিয়োগ, জেনে নিন বিস্তারিত।

গবেষণা সংক্রান্ত কাজে IIT খড়্গপুরে কর্মী নিয়োগ, জেনে নিন বিস্তারিত।

IIT Kharagpur এ রয়েছে মোটা অঙ্কের মাইনের কাজের সুযোগ। সম্প্রতি এই বিষয়ে সংস্থার Agriculture and Food Engineering Department এর তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার ওয়েবসাইটে(Website)। আবেদন পদ্ধতি সহ সমস্ত বিষয়ে জেনে নিন বিস্তারিত। (IIT Kharagpur Design Engineer Vacancy)

পদের নাম:

Design Engineer

প্রজেক্টের নাম:

Nutrition Innovation Hub (NIH) for LSFF Scale Up-IIT Kharagpur (NIK)

প্রজেক্টটি স্পন্সর (Sponsor) করছে কারা?

IIT Delhi

মাসিক বেতন:

নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৬৮ হাজার টাকা করে দেওয়া হবে।

আবশ্যিক যোগ্যতা:

i) আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Master of Technology (MTech) in Mechanical/ Chemical/ Food Engineering ডিগ্রী অর্জন করে থাকতে হবে।
ii) অন্যান্য যোগ্যতার বিষয়ে জানতে হলে বিজ্ঞপ্তিটি পড়ুন।

বয়সসীমা:

আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি:

i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
ii) প্রার্থীকে প্রথমে ‘Homepage’ থেকে ‘Jobs’ অপশনে গিয়ে ‘Temporary Position’ অপশনে যেতে হবে।
iii) এবার প্রার্থী বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন এবং বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কে ক্লিক করে আবেদন প্রক্রিয়া (Application Process) সম্পন্ন করতে হবে।

See also  হলদিয়া শিল্পাঞ্চল অঞ্চলের ইন্ডিয়ান ওয়েলের পক্ষ থেকে প্রকাশিত হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, জানুন বিস্তারিত।

আবেদন করার শেষ তারিখ:

আগামী ৯ অগস্ট আবেদন করার শেষ দিন।

এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে IIT Kharagpur এর ওয়েবসাইটটি (Website) দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular