সর্বত্র এখন AI অর্থাৎ Artificial Intelligence এর রমরমা। শিক্ষা থেকে কর্মক্ষেত্র, সব জায়গায় বাড়ছে AI এর চাহিদা। তাই এবার সেই চাহিদা মেটাতে IIT Kharagpur নিলো AI সম্পর্কে পড়ানোর পদক্ষেপ। TCS Icon এর সঙ্গে যৌথভাবে AI নিয়ে এই সুযোগ আনতে চলেছে IIT Kharagpur! এই সংক্রান্ত আরো বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।
আসন সংখ্যা:
প্রতিষ্ঠানের তরফে মোট চারটি বিভাগে 25 হাজার শিক্ষার্থীকে সুযোগ দেওয়া হবে।
কোর্সের মেয়াদ:
তিন মাস।
কোন মোডে শেখানো হবে?
Online Mode এ ক্লাস নেওয়া হবে।
শেখানোর পদ্ধতি:
i) Theory
ii) Practical
ক্লাসে কী কী শেখানো হবে?
পড়ুয়ারা মোট 100 ঘণ্টার ক্লাসে পরীক্ষামূলক শিক্ষা, চাকরি পাওয়ার জন্য উপযোগী হওয়া, অভিজ্ঞতাসম্পন্ন পেশাদারদের সঙ্গে কথোপকথন ইত্যাদি বিভিন্ন বিষয়ে শেখার সুযোগ পাবেন।
কারা ক্লাস নেবেন?
IIT Kharagpur এর বিশিষ্ট বিষয়ের শিক্ষকরা যেমন Computer Science, Electronics, Electrical ও Mathematics Department এর শিক্ষকরা ক্লাস নেবেন।
ক্লাস শুরু কবে থেকে হবে?
ক্লাস শুরু হবে আগামী 2 সেপ্টেম্বর এবং চলবে 2 ডিসেম্বর পর্যন্ত।
কোর্স ফি:
এই কোর্সটি (Course) করার জন্য পড়ুয়াদের কোর্স ফি হিসাবে জমা দিতে হবে 4998 টাকা।
আবেদন করার শর্তাবলী:
i) যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠানের কোনও স্নাতক এবং স্নাতকোত্তর পড়ুয়া যদি ভবিষ্যতে AI অর্থাৎ Artificial Intelligence এর বিষয়ে ভবিষ্যৎ (Future) গড়তে চান, তাঁরা আবেদনের জন্য যোগ্য।
ii) যেসব পড়ুয়ারা L/ML Engineering হবার স্বপ্ন দেখেন এবং Programming বিষয়ে সামান্যতম জ্ঞান (Knowledge) আছে তাঁরাও আবেদনের যোগ্য।
কোর্সটি সম্পূর্ণ করার পরে প্রথম 1% এর মধ্যে থাকা পড়ুয়ারা স্বীকৃতি স্বরূপ Certificate দেওয়া হবে।
এছাড়াও সুদক্ষ অর্থাৎ পেশাদারদের সঙ্গে আলাদাভাবে কথোপকথনের সুযোগ এবং Resume তৈরির বিষয়ে বিষয়ে পরামর্শও দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া:
i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
ii) আগ্রহীরা এবং যোগ্য প্রার্থীরা ai4icps.in-তে কিংবা TCS এর অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) কোর্সের জন্য নাম নথিভুক্ত (Enlisted) করতে পারবেন।
বিস্তারিত জানতে হলেও ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh