HomeEducation Newsবীজগণিতে ভয় পান? শিক্ষক-শিক্ষিকাদের বিনামূল্যে প্রশিক্ষণ দেবে IISc।

বীজগণিতে ভয় পান? শিক্ষক-শিক্ষিকাদের বিনামূল্যে প্রশিক্ষণ দেবে IISc।

অনেকেই আছেন যারা ছাত্র জীবন থেকেই বীজগণিতে দুর্বল। এবার সম্প্রতি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এর তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে তারা শিক্ষক-শিক্ষিকাদের বীজগণিত বিষয়ে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে। মূলত অভিনব উপায়ে বীজগাণিতিক সূত্র সমাধানের প্রশিক্ষণ দেওয়া হবে এখানে। জেনে নেওয়া যাক বিস্তারিত তথ্য।

সংস্থার নাম-

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISc)

কোর্সের মেয়াদ-

16 দিনের মধ্যে সম্পূর্ণ কোর্সটি সম্পূর্ণ করানো হবে।

কাদের কোর্স করানো হবে?

উচ্চশিক্ষার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের কোর্স করানো হবে। কলেজ বা ইউনিভার্সিটিতে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা গণিত বিষয়টি পড়িয়ে থাকেন তারা এই কোর্সটি করতে পারবেন।

কোর্সের নাম-

কলেজ টিচারস্ রিফ্রেশার কোর্স ইন ম্যাথামেটিকস।

আবেদন পাঠানোর শেষ তারিখ-

10/10/2023

কারা প্রশিক্ষণ দেবেন?

আইআইএসসির অধ্যাপক এবং অধ্যাপিকারা প্রশিক্ষণ দেবেন।

কোর্স শুরু-

26/10/2023

কোর্স শেষ-

10/11/2023

See also  Top Courses: উচ্চ মাধ্যমিকের পর মাত্র এই কোর্সগুলি বদলে দিতে পারে আপনার ভবিষ্যৎ, বেছে নিন এই স্মার্ট অপশনগুলি।

আবেদন মূল্য-

এই কোর্সে নাম নথিভুক্ত করার জন্য কোন আবেদন মূল্য দিতে হবে না।

কোর্সের ভাগ-

দুটি ভাগের মাধ্যমে এই কোর্সটি করানো হবে।
প্রথম ভাগে রিয়্যাল অ্যানালিসিস এবং দ্বিতীয় ভাগে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা শেখানো হবে।

আবেদন পদ্ধতি-

বিজ্ঞপ্তিতে দেওয়া ফরম্যাটে একটি ফর্ম পূরণ করতে হবে এবং তাতে স্টেটমেন্ট অফ পারপাস অর্থাৎ কেন তারা এই কোর্সটি করতে ইচ্ছুক তা লিখে ডাকযোগে বা ইমেইল মারফত সমস্ত তথ্য পাঠাতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular