HomeJob updatesIGNOU-তে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদন পদ্ধতি সহ বিস্তারিত।

IGNOU-তে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদন পদ্ধতি সহ বিস্তারিত।

Indira Gandhi National Open University (IGNOU)-এর তরফ থেকে বেশকিছু শূন্যপদে স্টেনোগ্রাফার সহ অন্যান্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশে আবেদন করা যাবে। যেকোনো ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই আবেদন করা যাবে। আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জেনে নিন।

১) পদের নাম:

Junior Assistant cum Typist

মোট শূন্যপদ:

৫০ টি (UR- ১৯ টি, SC- ৮ টি, ST- ৪ টি, OBC- ১৪ টি, EWS- ৫ টি)

মাসিক বেতন:

নিযুক্ত প্রার্থীদের মাসিক ১৯,৯০০/- থেকে ৬৩,২০০/- টাকা বেতন হিসেবে দেওয়া হবে।

বয়সসীমা:

আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।

২) পদের নাম:

Stenographer

মোট শূন্যপদ:

৫২ টি (UR- ২৩ টি, SC- ৭ টি, ST- ৩ টি, OBC- ১৪ টি, EWS- ৫ টি)

মাসিক বেতন:

নিযুক্ত প্রার্থীদের ২৫,৫০০/- টাকা থেকে ৮১,১০০/- টাকা বেতন হিসেবে দেওয়া হবে।

See also  7th পে কমিশন অনুযায়ী বাড়বে কেন্দ্রের কর্মচারীদের বেসিক পে, বড় ঘোষণা কেন্দ্রের।

বয়সসীমা:

আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা:

উভয় পদের ক্ষেত্রেই নূন্যতম উচ্চমাধ্যমিক পাশ হতে হবে প্রার্থীদের এবং ইংরেজি ও আঞ্চলিক ভাষায় টাইপিং (Typing Capability in English Language and Local Language) জানতে হবে।

আবেদন পদ্ধতি:

  • i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
  • ii) আবেদনের জন্য প্রথমে প্রার্থীকে ওয়েবসাইটে গিয়ে নিজের ফোন নম্বর এবং ইমেল এড্রেসের (Phone Number and Email ID) মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।
  • iii) এরপরে প্রার্থীকে নিজের যাবতীয় তথ্য সমেত আবেদন সম্পূর্ণ করতে হবে এবং আবেদন ফি সমেত আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদন ফি:

  • i) Unreserved (UR), OBC: ১০০০/- টাকা।
  • ii) SC, ST, EWS, FEMALE এবং PwBD: ৬০০/- টাকা।

আবেদনের শেষ তারিখ:

২১ ডিসেম্বর, ২০২৩

আরো বিস্তারিত জানতে হলে সংস্থার ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular