HomeEducation NewsIGNOU-তে নতুন ৪টি বিষয়ে অনলাইন M.Sc কোর্স চালু। আবেদন করার আগে বিস্তারিত...

IGNOU-তে নতুন ৪টি বিষয়ে অনলাইন M.Sc কোর্স চালু। আবেদন করার আগে বিস্তারিত জেনে নিন।

IGNOU অর্থাৎ ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ে (Indira Gandhi Jatiya Open University) চলতি শিক্ষাবর্ষে একইসঙ্গে চারটি বিষয়ে স্নাতকোত্তর (Masters) পাঠক্রম শুরু করল। চলতি শিক্ষাবর্ষের জুলাই মাস থেকেই পুরোদমে শুরু হবে সমস্ত কোর্স। সম্প্রতি এই বিষয়ে প্রতিষ্ঠানের তরফে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। সমস্ত তথ্য জেনে নিন বিশদে।

কোর্সগুলো শুরু কে করেছেন?

মেমোরিয়াল লেকচারে প্রফেসর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার (Subhas Sarkar) কোর্সগুলির সূচনা করেন।

কোন কোন বিষয়ে করা যাবে এই স্নাতকোত্তর কোর্স?

Physics, Applied Statistics, Geography এবং Geoinformatics – এই ৪টি বিষয়ে করা যাবে স্নাতকোত্তর।

কোন মাধ্যমে হবে এই কোর্সের ক্লাস?

অনলাইন মোডেই (Online Mode) হবে এই কোর্সের ক্লাস।

কোন ভাষার মাধ্যমে হবে এই ক্লাস?

ইংরেজি (English Language) মাধ্যমে ক্লাস হবে এই কোর্সের।

কোর্সের মেয়াদ:

২ বছর।

শিক্ষাগত যোগ্যতা:

ভর্তির আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের প্রতিটি বিষয়ের জন্য ধার্য করা হয়েছে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা।

কোর্সের ফি:

কোর্স অনুযায়ী কোর্সের ফি পৃথক। যেমন:

Geography এবং Physics এর ফি: ১৪,০০০/- টাকা।
Applied Statistics এবং Geoinformatics এর ফি: ১৫,৪০০/- এবং ১৫,৭০০/- টাকা।

আবেদন প্রক্রিয়া:
আবেদনে ইচ্ছুক প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (Website) গিয়ে সমস্ত নথি সহযোগে কোর্সে ভর্তির আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ:
আবেদনের শেষ দিন আগামী ১৫ জুলাই।

এই বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট (Website)দেখতে পারেন।

Important Link
Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular