HomeEducation NewsMBA কোর্সের ভর্তিতে নতুন নিয়ম চালু করলো IGNOU, বিস্তারিত জানুন।

MBA কোর্সের ভর্তিতে নতুন নিয়ম চালু করলো IGNOU, বিস্তারিত জানুন।

Indira Gandhi National Open University বা IGNOU তে Banking and Finance এ Master of Business Administration অর্থাৎ MBA কোর্সে ভর্তির জন্য প্রয়োজনীয় যোগ্যতায় (Important Capabilities) কিছু পরিবর্তন আনা হয়েছে। কী কী নতুন নিয়ম আনা হলো? কী জানা গেছে? জানুন বিস্তারিত।

গত মঙ্গলবার Indian Express নামক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে IGNOU এর তরফে লেখা হয়েছে যে এবার থেকে CAIIB Certificate এবং Banking ও Finance এ দু’বছরের অভিজ্ঞতা (Experience) ছাড়াও এই কোর্সের জন্য আবেদন করা যাবে।

Banking and Finance এ আবেদন করার জন্য আরো যে যোগ্যতাগুলির কথা বলা হয়েছে সেগুলি হলো:

স্নাতক স্তরে (Graduation Level) নুন্যতম ৫০% নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে। ii) সংরক্ষিত প্রার্থীদের (Reserved Category) ক্ষেত্রে, নুন্যতম ৪৫% নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে স্নাতকে(Graduation)।

বয়সসীমা:

আবেদনের জন্য কোনও বয়সসীমা ঠিক করা হয়নি।

কোর্সের মেয়াদ:

২ বছর।

কোর্স ফি:

৬২,০০০ টাকা।

কোর্সের মোড:

অনলাইন (Online) এবং Distance

আবেদন প্রক্রিয়া:

i) আবেদন করা যাবে অনলাইনে(Online)।
ii) প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (Website) গিয়ে আবেদন করতে হবে নিজের সমস্ত তথ্য (Documents) দিয়ে।

আরো বিস্তারিত জানতে হলে IGNOU এর ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।

Important Link:
Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular