HomeJob updatesICMR-NIN Recruitment: কেন্দ্রীয় সংস্থায় বিভিন্ন পদে নিয়োগ, জেনে নিন বিস্তারিত।

ICMR-NIN Recruitment: কেন্দ্রীয় সংস্থায় বিভিন্ন পদে নিয়োগ, জেনে নিন বিস্তারিত।

আপনার নুন্যতম যোগ্যতা কি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক(Madhyamik or Higher Secondary Passed)? মরিয়া হয়ে চাকরী খুঁজেও পাচ্ছেন না? তাহলে আপনার জন্য সুখবর। কেন্দ্রীয় সংস্থায় নুন্যতম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশের যোগ্যতায় রয়েছে নিয়োগের সুযোগ। কেন্দ্রীয় সংস্থা Institute of Nutrition এর পক্ষ থেকে দেওয়া হচ্ছে এই সুযোগ যার কথা জানিয়ে সংস্থার ওয়েবসাইটে (Website) প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। বিস্তারিত জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন। (ICMR-NIN Recruitment)

পদের নাম:

i) Technical Assistant
ii) Technician
iii) Laboratory Attendent

মোট শূন্যপদ:

সমস্ত পদগুলি মিলিয়ে মোট ১১৬ জন প্রার্থীর শূন্যপদ আছে। বিভাগ অনুযায়ী শূন্যপদের সংখ্যা হলো:
i) Technical Assistant: ৪৫ জন
ii) Technician: ৩৩ জন
iii) Laboratory Attendent: ৩৮ জন

শিক্ষাগত যোগ্যতা:

i) Technical Assistant পদের ক্ষেত্রে আবেদন করতে চাইলে প্রার্থীকে স্নাতক স্তরে (Graduation Level) Science, Arts, Commerce বা Engineering এ উত্তীর্ণ হতে হবে।
ii) স্নাতকস্তরে (Graduation Level) প্রার্থীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Food Science, Pharmacology, Instrumentation, Electronics, Social Work, Anthropology, Numerology, Civil Engineering, Data Science, Chemistry, Electronics and Communication, Mass Communication, Computer Science বা সমতুল্য বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমা (Degree or Diploma) থাকতে হবে।
iii) Technician পদে আবেদনের জন্য প্রার্থীকে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ (Higher Secondary Pass) হতে হবে।
iv) প্রার্থীর স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Medical Laboratory Technician, Electrical, Refrigeration and Air Conditioning, Computer Applications বা সমতুল্য বিষয়ে ডিপ্লোমা (Diploma) থাকা প্রয়োজন।
v) Laboratory Attendent পদে আবেদনের জন্য প্রার্থীকে মাধ্যমিক উত্তীর্ণ (Madhyamik Passed) হতে হবে।
vi) প্রার্থীর পূর্বে গবেষনাগারে কাজের অভিজ্ঞতা (Experience) থাকতে হবে।

বিঃ দ্রঃ: উপরিউক্ত সমস্ত পদগুলিতে কেন্দ্রীয় সরকার অধীনস্থ অনান্য সংস্থার কর্মীরাও আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি:

i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
ii) অনলাইনে National Institute of Nutrition এর ওয়েবসাইটে (Website) গিয়ে আবেদনপত্রটি পূরণ করে আবেদনের ফি (Application Fee) সমেত জমা দিয়ে আবেদন প্রক্রিয়া (Application Process) সম্পন্ন করতে হবে।

নিয়োগ পদ্ধতি:

i) যোগ্য প্রার্থীকে লিখিত পরীক্ষার (Written Exam) মাধ্যমে নির্বাচন করা হবে।
ii) নির্বাচিত প্রার্থীদের ফের আবেদন করতে হবে এবং সেই ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নিয়ে চুড়ান্ত প্রার্থী (Final List Candidates) তালিকা ঘোষণা করা হবে।

বেতন:

প্রার্থীকে অভিজ্ঞতা (Experience of the Candidate) এবং শিক্ষাগত যোগ্যতার নিরিখে মাসে ১৮ হাজার থেকে ১ লক্ষ ১২ হাজার টাকা বেতন হিসেবে দেওয়া হবে।

আবেদন পদ্ধতি শুরুর তারিখ:

গত ২৪ জুলাই থেকে আবেদন প্রক্রিয়া (Application Process) শুরু হয়েছে।

নথি জমা দেওয়ার শেষ দিন:

আগামী ১৪ অগস্ট, ২০২৩।

এই নিয়োগ সম্পর্কিত আরও বিষয় বিস্তারিত জানতে হলে প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে দেখতে পারেন।

Important Links:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular