সম্প্রতি ৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে প্রকাশিত হলো পশ্চিমবঙ্গের আইসিডিএস পরীক্ষার রেজাল্ট। এই ফলাফল আরো কিছুদিন আগে প্রকাশ করার কথা ছিল। তবে সেদিন রেজাল্ট না দিয়ে আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে লেখা ছিল যে আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে আইসিডিএস পরীক্ষার পূর্ণাঙ্গ রেজাল্ট (icds supervisor final result) পাবলিশ করা হবে পাবলিক সার্ভিস কমিশনের (Public Service Commission) ওয়েবসাইটে।
পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে ICDS Supervisor 2019 পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হলো। আইসিডিএস সুপারভাইজার পরীক্ষায় শুধুমাত্র মহিলারা আবেদন করতে পেরেছিলেন।
ফলাফল প্রকাশের পাশাপাশি কত নাম্বারের হিসেবে মেরিট করা হয়েছে অর্থাৎ কাট অফ কত সেটাও দিয়ে দেওয়া হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে।
ICDS Supervisor final result Cut Off
- UR-289
- MSP- 180
- OBC(A)- 248
- PH(VH)- 213
- OBC(B)- 276
- PH(HI)- 180
- SC- 250
- PH(OH)- 224
- ST- 201
ফলাফল প্রকাশের তালিকা অনুযায়ী মোট উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ২৯৩১ জন। যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে শীঘ্রই জয়েনিং লেটার দিয়ে দেওয়া হবে।